আবারও এক বৃহস্পতিবার। আবারও গরম গরম টিআরপির (TRP) তালিকা। কে হল এই সপ্তাহের প্রথম? মিঠাই নাকি গাঁটছড়া কার ভাগ্যে শিকে ছিড়ল? কেই বা পিছিয়ে গেল? বিস্তারিত রইল আপনার জন্য। গত সপ্তাহের মতোই এই সপ্তাহে প্রথম স্থান কায়েম রাখল গাঁটছড়া পরিবার। দ্যুতি -রাহুলের বিয়ের আসরে কাছাকাছি ঋদ্ধি-খড়ি। তাই এবারেও ১০ রেটিং নিয়ে শীর্ষস্থানে। এই সপ্তাহেও প্রথম না হলেও দ্বিতীয় স্থান বজায় রাখতে পারল মিঠাই। ৯.৫ নম্বর নিয়ে তাঁর স্থান রইল দুই নম্বরে।
তৃতীয় কে হয়েছে, নিশ্চয়ই কৌতূহল জাগছে মনে? গত সপ্তাহের মতো এই সপ্তাহতেও তৃতীয় স্থানে রয়েছে আলতা ফড়িং। তাঁর প্রাপ্ত নম্বর ৯.১। তবে জি-বাংলার ধারাবাহিক উমার উন্নতি হয়েছে এক লাফে। প্রথম দিকে ভাল পারফর্ম করলেও বিগত বেশ কিছু সপ্তাহ ধরে তলানিতে থাকা উমা হঠাৎই উঠে এসেছে চার নম্বরে। ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৫। অনুরাগের ছোঁয়াতে কাছাকাছি এসেছেন দিব্যজ্যোতি ও স্বস্তিকা। তাঁদের প্রেম পছন্দই হয়েছে দর্শকের। বলছে টিআরপি তালিকা। এই সপ্তাহে তার স্থান পঞ্চম। পেয়েছে ৮.৪। অন্যদিকে মন ফাগুন পেয়েছে ৮.২, রয়েছে ষষ্ঠ স্থানে।
জি বাংলায় সদ্য শুরু হয়েছে ধারবাহিক গৌরী এল। প্রথম থেকেই এই ধারাবাহিকটি বজায় রাখছে এক থেকে দশের মধ্যে থাকার ধারাবাহিকতা। মন ফাগুনের মতো এই সপ্তাহে সেও রয়েছে ষষ্ঠ স্থানে। আগের সপ্তাহে এক থেকে দশের মধ্যে ছিল না অপরাজিতা আঢ্য অভিনীত লক্ষ্মী কাকিমা সুপারস্টার। তাঁর প্রাপ্ত নম্বর ৭.৯। রয়েছে অষ্টম স্থানে।
অন্যদিকে এই সপ্তাহেই শুরু হয়েছে কৌশিক সেন অভিনীত নতুন ধারাবাহিক ‘গোধূলি আলাপ।’ অসম বয়সী প্রেমের গল্প। টিআরপির নম্বর বলছে দর্শকের মন ছুঁতে পারেনি এখনও পর্যন্ত এই নতুন প্রেমকাহিনী। পেয়েছে ৩.৯। প্রতি সপ্তাহে দর্শকের হাতেই নির্ধারিত হয় ধারাবাহিকের ভাগ্য। কী হতে চলেছে আগামী সপ্তাহে? উত্তরের আশায় মেগাপ্রেমীরা।
আরও পড়ুন- বহিষ্কার নাকি নির্বাসন– চড়কাণ্ডে স্মিথের ভবিষ্যৎ কোন পথে?