Bengali Serial TRP: আর বেঙ্গল টপার নয় ‘গাঁটছড়া’, টিআরপির তালিকায় অবিশ্বাস্য কাণ্ড ঘটাল ‘মন ফাগুন’
Bengali Serial TRP: এই সপ্তাহে টিআরপি তালিকায় ঘটে গেল অবিশ্বাস্য এক কাণ্ড। এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল 'গাঁটছড়া'র নম্বর।
আশা করা হয়েছিল আইপিএল শেষ হতেই বাংলা ধারাবাহিকের টিআরপি বাড়বে লাফিয়ে লাফিয়ে। গত সপ্তাহে সেই টিজার কিছুটা হলেও দেখা গিয়েছিল। তবে এই সপ্তাহে টিআরপি তালিকায় ঘটে গেল অবিশ্বাস্য এক কাণ্ড। এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল ‘গাঁটছড়া’র নম্বর। আর বেঙ্গল টপার রইল না সে। জায়গা নিল অন্য ধারাবাহিক। আর ‘মন ফাগুন’? বেশ কিছু সপ্তাহ ধরে পিছিয়ে থেকেও এই সপ্তাহে মারাত্মক ভাল ফল ওই ধারাবাহিকের। কে হয়েছে প্রথম? কেই বা দ্বিতীয়- তৃতীয়? আপনার জন্য সবিস্তারে রইল টিআরপি তালিকা।
এই সপ্তাহে প্রথম হয়েছে ‘মিঠাই’। বিগত বেশ কিছু সপ্তাহ ধরে দ্বিতীয় অথবা তৃতীয় হওয়ার ফাঁড়া কাটিয়ে আবারও স্বমহিমায় ওই ধারাবাহিক। এই সপ্তাহে ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৩। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৮.২। হয়েছিল দ্বিতীয়। নম্বরের খুব বেশি হেরফের না হলেও পুরনো জায়গা আবার ফিরে পাওয়া মুখের কথা নয়। প্রথম স্থান হাতছাড়া হলেও দ্বিতীয় স্থানে রয়েছে ‘গাঁটছড়া’। এই সপ্তাহে ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৭। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৮.৪। চমকের কিন্তু বাকি আছে আরও।
মন ফাগুন বেশ কিছু দিন ধরেই পিছিয়ে ছিল টিআরপির নিরিখে। মনফাগুন ভক্তরা আনন্দ করুন। ফাঁড়া কাটিয়ে এই সপ্তাহে এক লাফে ওই ধারাবাহিক উঠে এসেছে তৃতীয় স্থানে। পেয়েছে ৭.৬। অন্যদিকে এক ধাপ পিছিয়ে গিয়ে এই সপ্তাহে ধুলোকণা রয়েছে চার নম্বর স্থানে। পেয়েছে ৭.৪। ওই একই নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে আরও এক ধারাবাহিক। তা হল ‘আলতা ফড়িং’। পাঁচে রয়েছে জি-বাংলার ধারাবাহিক গৌরী এল। ওই ধারাবাহিক পেয়েছে ৭.২। এর পরেই রয়েছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। একই স্থানে রয়েছে ‘এই পথ যদি না শেষ হয়’ এবং ‘অনুরাগের ছোঁয়া ‘। ওই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৯। নতুন শুরু হওয়া ধারাবাহিক ‘বৌমা একঘর’-এ নম্বর কমে হয়েছে ৩.৮।
টিআরপি’ র খেলা এমনই। এখানে প্রতি সপ্তাহে ধারাবাহিকের ভাগ্যে লেখা হয় অন্য গল্প। আজ যে রাজা কাল সে ফকির। আগামী সপ্তাহে ফলাফল কী আসে এখন সেটাই দেখার।