Rashik Dave Death: প্রয়াত রাসিক দাভে, মহাভারতের নন্দ পরলোক গমন করলেন মাত্র ৬৫ বছর বয়সে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 30, 2022 | 5:28 PM

Rashik Dave Death: অনেক দিন ধরে কিডনির সমস্যার ভুগছিলেন রাসিক।

Rashik Dave Death: প্রয়াত রাসিক দাভে, মহাভারতের নন্দ পরলোক গমন করলেন মাত্র ৬৫ বছর বয়সে
রাসিক দাভে।

Follow Us

মাত্র ৬৫ বছর বয়সে জীবনাবসান। প্রয়াত থিয়েটার ও টেলিভিশন অভিনেতা রাসিক দাভে। অনেক দিন ধরে কিডনির সমস্যার ভুগছিলেন অভিনেতা। আশির দশকে টেলিভিশনের পরিচিত মুখ ছিলেন তিনি। অভিনয় করেছিলেন ‘মহাভারত’-এও। রাসিকের মৃত্যুতে শোকের ছায়া হিন্দি বিনোদন দুনিয়ায়। পরিচালক অশোক পণ্ডিত রাসিককে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে টুইট করেছেন। তিনি লিখেছেন, “রাসিক দাভের মৃ্ত্যুতে আমরা শোকাহত। স্টেজ, টিভি ও ছবির এক দারুণ অভিনেতা ছিলেন রাসিক। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। রাসিকের স্ত্রী কেতকী ও গোটা পরিবারের জন্য প্রার্থনা করি। রাসিককে কোনওদিনও ভুলতে পারব না।” আশির দশকে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হত ‘মহাভারত’। সেই কালজয়ী ধারাবাহিকে নন্দের চরিত্রে অভিনয় করেছিলেন রাসিক।

রামানন্দ সাগরের ‘রামায়ণ’ সিরিয়ালে সীতার চরিত্রে অভিনয় করতেন দীপিকা চিখলিয়া। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “খুব মজার মানুষ ছিলেন রাসিক। ওঁর আত্মার শান্তি কামনা করি। পরিবারের জন্য খুব কঠিন সময় এটা।”

অভিনেতা ও প্রযোজক জেডি মাজেথিয়া স্মরণ করেছেন রাসিককে। বলেছেন, “মন ভেঙে গিয়েছে আমার। ওর অকাল মৃত্যুতে আমি সত্যি শোকাহত। সময়ের অনেক আগে চলে গেলেন। ওর পরিবারের জন্য আমার বুক ভরা ভালবাসা। ওম শান্তি।”

অভিনেত্রী কেতকী দাভেকে বিয়ে করেছিলেন রাসিক। তিনিও সিরিয়াল অভিনেত্রী। একতা কাপুরের একাধিক সিরিয়ালে তিনি অভিনয় করেছেন। তাঁদের সন্তানের নাম ঋদ্ধি দাভে।

গুজরাটি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয়ের মাধ্যমে ডেবিউ করেছিলেন রাসিক। ছবির নাম ছিল ‘পুত্রবধূ’। মহাভারতে নন্দের চরিত্রে অভিনয় করেছেন রাসিক। এছাড়াও, ২০০৬ সালে কেতকীর সঙ্গে ‘নাচ বালিয়ে’ রিয়্যালিটি শোয়ে জুটিতে অংশগ্রহণ করেছিলেন রাসিক। থিয়েটারের মঞ্চে তিনি অভিনয়ের সাক্ষর রেখে গিয়েছেন।

Next Article