Rakhi Sawant: অবসাদে ডুবেছেন রাখী? ছবি তুলতে আসা মাত্রই এলেন তেড়ে, ভিডিয়ো রইল

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 07, 2023 | 4:04 PM

Rakhi Sawant: এই মুহূর্তে রাখী সাওয়ান্তের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা জারি। স্বামী আদিল খান তাঁর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। শুধু কি আদিল? তাঁর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছেন তাঁর প্রিয় বান্ধবীও। রাখীও চুপ থাকেননি। আদিলের নামে একগুচ্ছ অভিযোগ এনেছেন তিনিও।

Rakhi Sawant: অবসাদে ডুবেছেন রাখী? ছবি তুলতে আসা মাত্রই এলেন তেড়ে, ভিডিয়ো রইল
রাখী সাওয়ান্ত।

Follow Us

 

বলিউডে তাঁর নাম ‘ড্রামা কুইন’। বিভিন্ন সময়ে বিষয় নিয়ে নানা রকমের আচরণ করে লাইমলাইটে থাকার চেষ্টা করেন রাখী। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। তবে রাখীকে এবার দেখে রীতিমতো আঁতকে উঠলেন ভক্তরা। কী হয়েছে তাঁর? মুখ চোখের অবস্থা ভাল নয়, পোশাকও আলুথালু। এখানেই শেষ নয়, যে রাখী একদা তাঁর ভক্তদের সঙ্গে হেসে কথা বলতে সর্বদা, নিজেই যেচে ছবি দিতেন। এবার তাঁর ছবি তোলা হচ্ছে দেখে কার্যত মারতে উদ্যত হলেন তিনি। গেলেন তাঁদের দিকে তেড়ে। শুধু কি তাই? পাপারাৎজি তাঁর ছবি তুলছে দেখে হেসে পোজ দেওয়া নয়, বরং পড়িমরি করে লাগালেন ছুট।

রাখীর ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যা দেখে খানিক চিন্তায় তাঁর ভক্তরা। অনেকেই প্রশ্ন করেছেন, “ব্যক্তিগত জীবনে ঝড় ওঠার কারণে রাখী কি সমস্যায় রয়েছেন? কী হয়েছে তাঁর? তিনি কি অবসাদে ভুগছেন?”

এই মুহূর্তে রাখী সাওয়ান্তের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা জারি। স্বামী আদিল খান তাঁর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। শুধু কি আদিল? তাঁর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছেন তাঁর প্রিয় বান্ধবীও। রাখীও চুপ থাকেননি। আদিলের নামে একগুচ্ছ অভিযোগ এনেছেন তিনিও। দাবি করেছেন আদিল তাঁর ব্যক্তিগত ভিডিয়ো বেচে মোটা টাকা আয় করেছেন। সওয়াল-জবাব চলছে জোরকদমে, চলছে কাদা ছোড়াছুড়িও। এ সবের মাঝেই রাখীর এই রূপ দেখে হতবাক প্রায় সকলেই।

Next Article