Shah Rukh Khan: বাংলা ধারাবাহিক দেখছেন শাহরুখ খান? পোস্ট দেখলে চমকে যাবেন

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 22, 2023 | 5:00 PM

Inside Story: দস্তুর মতো বাংলা ধারাবাহিক দেখাই নয়, পাশাপাশি তা ভক্তদের দেখার জন্য অনুরোধ করলেন তিনি। কোন ধারাবাহিক জানেন

Shah Rukh Khan: বাংলা ধারাবাহিক দেখছেন শাহরুখ খান? পোস্ট দেখলে চমকে যাবেন

Follow Us

শাহরুখ খান দেখছেন বাংলা সিরিয়াল, এও সম্ভব! সম্প্রতি এমনি এক পোস্ট ভাইরাল হল নেট দুনিয়ায়। দস্তুর মতো বাংলা ধারাবাহিক দেখাই নয়, পাশাপাশি তা ভক্তদের দেখার জন্য অনুরোধ করলেন তিনি। কোন ধারাবাহিক জানেন? জি বাংলার ইচ্ছে পুতুল। কয়েক মাস হলে শুরু হয়েছে ধারাবাহিক। মেঘের জীবনের নানা উঠে পড়ার কাহিনি নিয়ে তৈরি এই ধারাবাহিক। এই ধারাবাহিক নাকি নিত্যদিন টিভি খুলে বসে দেখেন শাহরুখ খান। তবে এতটুকুই এই খবরের সাপেক্ষে প্রকাশ্যে এসেছে। এবার আসা যাক আসল বিষয়, পোস্টটি নাকি শাহরুখ খান নিজেই শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার সেই পোস্ট। ব্লু টিক সহকারে শাহরুখ খানের ছবি দেওয়া পেজ থেকেই এই পোস্ট এসেছে।

তবে না, একটু জুম করলে বা ভাল করে খুঁটিয়ে দেখলে বোঝাই যাবে শাহরুখ খানের আইডি ব্যবহার করে এই পোস্টটি ফেক বানানো হয়েছে। তাঁর নামের নিচেই যে অংশে ধারাবাহিকের বিস্তারিত তথ্য শেয়ার করা রয়েছে, সেখানেই দেখা যায় কপি পেস্ট করা অংশটুকুর। শাহরুখ খান মোটেও এই বাংলা ধারাবাহিক দেখছেন না। যদি দেখেও থাকেন তা তিনি তাঁর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার একেবারেই করছেন না। কারণ এই পোস্ট শাহরুখ খানের নাম ব্যবহার করে হলেও তা সম্পূর্ণ ভিত্তিহীন।

যদিও ততক্ষণে এই পোস্ট হাতে হাতে ভাইরাল। ধারাবাহিকের বিভিন্ন ফ্যান পেজ থেকে তা ছড়িয়ে পড়েছে নেট পাড়ায়। যা দেখে এক পলকে অনেকেই ভূয়ো বুঝে নিলেও অপর শ্রেণী বেজায় চমকে গিয়েছেন। প্রত্যেকদিন নিয়ম করে এই ধারাবাহিক দেখছেন শাহরুখ খান নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছিলেন না অনেকে। তবে সত্যিই এই তথ্য বিশ্বাসের নয় কারণ শাহরুখ খান এমন কোন পোস্টই করেননি।

Next Article