আজ অর্থাৎ বুধবার ফুটবলার প্রবীর দাসের জন্মদিন। আইসিএলে কেরলের হয়ে খেলেন তিনি। আগামী ২৪ তারিখ হোম ম্যাচের কারণে আপাতত তিনি সেখানেই রয়েছেন। তাঁর জন্মদিনে সারপ্রাইজ দিতে গিয়ে তড়িঘড়ি কেরলে পৌঁছেই মহাবিপদের মধ্যে পড়তে হল তাঁর প্রেমিকা তথা অভিনেত্রী গীতশ্রী রায়কে। কী ঘটেছে? গতবারের মতো এবারেও তাঁর ইচ্ছে ছিল প্রবীরের জন্য পঞ্চব্যঞ্জন রান্না করবেন। রান্না করবেন পায়েস। কিন্তু কোথায় কী? সারা জায়গা চষে ফেলেও কোথাও আতপ চালের দেখা মিলল না। টিভিনাইন বাংলাকে গীতশ্রী বলেন, “বাড়ি থেকে গুড় নিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম কেরল থেকেই বাকি সব কিছু কিনে নেব। কিন্তু এখানে তো কিছুই পাওয়া গেল না। বাধ্য হয়েই সিদ্ধ চালেরই পায়েস করেছি। ভীষণ রাগ হচ্ছিল। যাই হোক কী আর করা যাবে?”
একদিকে কেরলে আতপ চাল না পাওয়ায় তিনি যেমন রেগে, ঠিক একই সঙ্গে তাঁর মুখে বেঙ্গালুরুর প্রশংসা। গীতশ্রীর কথায়, “গত বছর যখন বেঙ্গালুরুর হয়ে খেলছিল সেবারেও আমি গিয়েছিলাম। তখন কোনও সমস্যাই হয়নি। মাছ থেকে শুরু করে যাবতীয় যা কিছু চেয়েছি সব পেয়েছি। ওকে মাছের মাথা দিয়ে ডাল থেকে শুরু করে সব করে খাইয়েছিলাম। তবে এবার আর বাড়িতে তেমন কিছুই করতে পারিনি।” সন্ধেবেলায় বন্ধুদের নিয়ে খেতে যাবেন তাঁরা। সারা সকাল জুড়েই প্র্যাকটিসে ছিলেন প্রবীর। গত বছর বেঙ্গালুরুতে তাঁর মোহনবাগানের অনেক সতীর্থরা ছিলেন। রয়কৃষ্ণ থেকে শুরু করে বাকিদের এবারে সঙ্গে না পাওয়ায় কিছুটা মন খারাপ প্রেমিকার। তবে দিনটা বৃথা যাবে না সে আশ্বাস দিয়েই তাঁর বক্তব্য, “ওকে একটা ঘড়ি ও টি-শার্ট দিয়েছি। বাকি সেলিব্রেশন ও বাড়ি ফিরলে।”
বিগত বেশ কিছু সময় ধরে সম্পর্কে আছেন গীতশ্রী ও প্রবীর। প্রথম দিকে সম্পর্কের কথা এড়িয়ে গেলেও এখন আর সে সবের বালাই নেই। টলিউডের সঙ্গেও প্রবীরের বেশ ভালই যোগাযোগ হয়ে গিয়েছে এতদিন। অভিনেতাদের ঘরোয়া আড্ডায় গীতশ্রীর সঙ্গে হাজির থাকেন তিনিও।