Jeetu Kamal: ‘শুভ জন্মদিন বউ’, বিচ্ছেদের মাঝেও স্ত্রীর স্মৃতিতে ভাসলেন জিতু

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 03, 2023 | 11:35 AM

Inside Story: বাড়িতে এই জুটির খুনসুটির সেই ভিডিয়ো আবারও আবেগঘন করে তুলল দর্শকদের। নবনীতা ও জিতু, একে অন্যকে চোখে হারাতেন। কিন্তু কোথায় গেল সেই প্রেম! সেই ভালবাসা?

Jeetu Kamal: শুভ জন্মদিন বউ, বিচ্ছেদের মাঝেও স্ত্রীর স্মৃতিতে ভাসলেন জিতু

Follow Us

জিতু কামাল ও নবনীতা দাস, টলিউডের অন্যতম সেরা জুটি। যাঁদের পর্দায় এক সঙ্গে দেখার পরই মন দিয়েছিলেন ভক্তরা। না, কেবল রিল লাইফে নয়, রিয়েল লাইফেও তাঁরা একে অন্যের সঙ্গে ঘর বেঁধেছিলেন ভালবেসেই। তবে সেই ভালবাসা বেশিদিন স্থায়ী হল না। সকলের অলক্ষ্যেই সংসার ভেঙে গেল তাসের ঘরের মতো। বিবাহ বিচ্ছেদের পথে এখন জুটি। তবে রাতারাতি কি সত্য়ি সবটা ঝেড়ে ফেলে দেওয়া যায়? হয়তো নয়। তাঁর স্ত্রী জন্মদিনে নিজেকে আটকাতে পারলেন না জিতু। পুরোনো স্মৃতি উষ্কে শেয়ার করে নিলেন জন্মদিন সেলিব্রেশনের এক একান্ত ভিডিয়ো। বাড়িতে এই জুটির খুনসুটির সেই ভিডিয়ো আবারও আবেগঘন করে তুলল দর্শকদের। নবনীতা ও জিতু, একে অন্যকে চোখে হারাতেন। কিন্তু কোথায় গেল সেই প্রেম! সেই ভালবাসা?

উত্তর আজও খুঁজে চলেছেন ভক্তরা। নবনীতার জন্মদিন বলে কথা, এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছিল শুভেচ্ছা বার্তার বন্যা। তবে সকলেই মুখিয়ে ছিলেন জিতু এবার কী করেন, তা দেখার জন্য। তবে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হল না। কিছু ক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন জুটি। সঙ্গে শেয়ার করলেন পুরোনো একটি ভিডিয়ো। যা দেখা মাত্রই সকলের নজর কাড়ে। কেক কেটে গোঁফ এঁকে দিচ্ছেন জিতু। ক্যপশনে লেখা, শুভ জন্মদিন বউ.. ” কে পাশে থাকবে, কে আছে, কে ছিল.. তাতে কিচ্ছু যায় আসে না আমার”।

সেই ভিডিয়ো শেয়ার করে এবার সোশ্যাল মিডিয়ায় লিখলেন খুব খুব খুব ভাল থেকো। যদিও নবনীতা ও জিতু যে এবার একসঙ্গে সেলিব্রেশন করছেন না তা এক কথায় স্পষ্ট। তবে দরকারে কিংবা সময় সুযোগ পেলে যে নবনীতা ও জিতুর কথা হয়, তা স্পষ্ট TV9বাংলাকে জানিয়ে দিয়েছিলেন নবনীতা। তবে জন্মদিনে কোনও বিশেষ সারপ্রাইজ় সত্যি জিতুর তরফ থেকে থাকছে কি না, তা রহস্যই থেকে গেল।

Next Article