বড় পর্দা থেকে ছোট পর্দা, অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় সর্বত্র। সিনেমা-সিরিয়ালের বাইরে ব্যক্তি জয়জিৎকে স্যোশাল মিডিয়ায় ‘অ্যাক্টিভ’ থাকতেও দেখা যায়। কিছুদিন আগেই নিজের ‘ভুয়ো’ মৃত্যু সংবাদ দেখে বেজায় চটেছিলেন জয়জিৎ। সমাজ মাধ্যমে তুলোধনা করতেও ছাড়েননি, এই রকম ভুয়ো খবর প্রচারকদের। তবে সে এখন সকলের জানা। এখনও যা জানা নয়, তা হল: দীর্ঘ ২৫ বছরের অভিনয় জীবনে এই প্রথম ওটিটি প্ল্যাটফর্মের জন্য নতুন সিরিজে অভিনয় করছেন। সিরিজের নাম ‘রাজা, রানি, রোমিও’। পরিচালনার দায়িত্বে জয়দীপ বন্দ্যোপাধ্যায়। এই সিরিজে জয়দীপের সঙ্গে অন্যান্য চরিত্রে দেখা যাবে অর্পণ ঘোষাল, স্বকৃতি মজুমদার, রাতশ্রী দত্ত প্রমুখকে। এ যেন আক্ষরিক অর্থেই ‘জয়’-‘জয়’কার: পরিচালক আর মুখ্য অভিনেতা দু’জনেরই নামেই যে রয়েছে জয়।
তবে ওয়েব প্ল্যাটফর্মে কাজ শুরুর জন্য এই ওয়েব সিরিজকেই বাছলেন কেন জয়জিৎ? এই প্রশ্নের উত্তরে অভিনেতা বললেন, “পরিচালক জয়দীপ এর আগে বেশ কিছু ভাল কন্টেন্ট তৈরি করেছেন। তিনি যখনই চরিত্রটার জন্য আমাকে প্রস্তাব দেন, সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যাই।” প্রসঙ্গত পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের এর আগের সিরিজ ‘চিকফ্লিক’, ‘রঙমিলান্তি’, ‘অলক্ষ্মীজ় ইন গোয়া’ দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। সাসপেন্স থ্রিলার, সেই সঙ্গে সংলাপ দর্শকদের মনে দাগ কেটেছিল। এমনিতে ছোটপর্দায় খল চরিত্রে বেশ নাম করেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।
তবে তিনি এই সিরিজের চরিত্র নিয়ে অন্য কথা বললেন তিনি, “আমি ‘রাজা, রানি, রোমিও’তে রাজা। তবে আপাততদৃষ্টিতে দেখে যেমন মনে হয়, তেমন খল চরিত্র এটা ঠিক নয়। এই সিরিজে আমার করা চরিত্রের নাম বিষ্ণু অধিকারী। তবে এই চরিত্রটিকে ভাল-মন্দ মিলিয়ে একটি স্বতন্ত্র চরিত্র দেখানো হয়েছে।” জয়জিতের আরও সংযোজন, “বেশ কিছু লেয়ার রয়েছে এই বিষ্ণুর মধ্যে। কাজটা করে মজা পেয়েছি। তবে গল্পের গতিবিধি বলতে চাই না, কারণ এই সিরিজে যেমন রোম্যান্স রয়েছে, তেমনই আছে রহস্য-রোমাঞ্চ।” সব মিলিয়ে দর্শকদের কাছে উপভোগ্য একটি সিরিজ এই ‘রাজা, রানি, রোমিও ‘। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ।
এই প্রসঙ্গে জয়জিৎকে প্রশ্ন করা হয় ওটিটিতে কাজের বাড়তি কোনও সুবিধে রয়েছে কী? তাঁর উত্তরে অভিনেতা বলেন, “একটা গল্পের প্রয়োজন অনুযায়ী সবটা দেখাতে পারেন পরিচালক, কারণ ওটিটিতে এখনও সেন্সর আসেনি।” প্রসঙ্গত, আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে মনোজ বাজপেয়ীকে জিজ্ঞাসা করা হয়, ওটিটিতে সেন্সর থাকা উচিত কি না। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মনোজ বাজপেয়ী বলেছেন, “সেন্সর হলে ওটিটি ধ্বংস হয়ে যাবে। কোনও একটা মাধ্যমে থাকতেই হবে যেখানে পরিচালক মন খুলে কাজ করতে পারেন। প্রথম দিকে আমরা দেখেছি ভরে-ভরে ভায়োলেন্স আর সেক্স দেখানো হত। তবে যতদিন এগোচ্ছে, ততই দেখা যাচ্ছে পরিচালকরা দায়িত্ববান হচ্ছেন।” এর পর কি আবার জয়জিতকে দেখা যাবে নতুন সিরিজে? অভিনেতার মতে যে গল্প তাঁকে দর্শক হিসেবে প্রভাবিত করবে, সেটাই তিনি করবেন। সঙ্গে অকপট স্বীকারোক্তি জয়জিতের, “আর সংসার চালাতে হলে তো কাজ করতেই হবে।”