‘ফেম চাইছে নাকি’, প্রয়াত প্রত্যুষার সঙ্গে সম্পর্ক ফাঁস, বিকাশকে একহাত কাম্যার

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 16, 2021 | 2:08 PM

শুধু কাম্যাই নন, প্রত্যুষার প্রাক্তন প্রেমিক রাহুল রাজ সিংয়ের মুখেও শোনা গেল একই কথা। এক সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন, বিকাশ নাকি প্রত্যুষাকে প্রেম প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছিলেন অভিনেত্রী, এ কথা প্রত্যুষাই নিজে বলেছিলেন রাহুলকে।

ফেম চাইছে নাকি, প্রয়াত প্রত্যুষার সঙ্গে সম্পর্ক ফাঁস, বিকাশকে একহাত কাম্যার
কাম্যা এবং প্রত্যুষা

Follow Us

‘বালিকা বধু’ প্রত্যুষা নেই পাঁচ বছর। অথচ তাঁকে জড়িয়েই সম্পর্কের কথা প্রকাশ্যে আনতেই প্রযোজক বিকাশ গুপ্তার উপর রেগে গেলেন অভিনেত্রী কাম্যা পাঞ্জাবি। তাঁর প্রশ্ন, “বিকাশের কি ফেমের দরকার হয়েছে নাকি?”

দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে প্রযোজক বিকাশ গুপ্ত দাবি করেন খুব অল্প সময়ের জন্য হলেও প্রত্যুষার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তিনি দাবি করে তিনি উভকামী জেনে প্রত্যুষা বিকাশের সঙ্গে ব্রেকআপ করে নেন। তিনি এও জানান, ঘটনায় প্রত্যুষার উপর বেশ ক্রুদ্ধ হয়েছিলেন বিকাশ। এমনকি একটা দীর্ঘ সময় তাঁকে এড়িয়ে চলেছেন।

সেই প্রসঙ্গেই অভিনেত্রী কাম্যা পাঞ্জাবির বক্তব্য, “যে আমাদের সঙ্গে নেই তার ব্যক্তিজীবনের ব্যাপারে কমেন্ট করা কি খুব দরকার? কথাটি সত্যি না মিথ্যে তা তো আর প্রত্যুষা এসে এখন বলতে পারবে না। সে কারণেই কি অতীত নিয়ে এতটা মাতামাতি করছে বিকাশ? কী চাই ওর? ফেম? নাম? আমি একেবারেই ব্যাপারটি ভালভাবে নিতে পারছি না।”

শুধু কাম্যাই নন, প্রত্যুষার প্রাক্তন প্রেমিক রাহুল রাজ সিংয়ের মুখেও শোনা গেল একই কথা। এক সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন, বিকাশ নাকি প্রত্যুষাকে প্রেম প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছিলেন অভিনেত্রী, এ কথা প্রত্যুষাই নিজে বলেছিলেন রাহুলকে। রাহুলের কথায়, “প্রত্যুষা কখনও বিকাশকে ডেট করেনি। পাবলিসিটির জন্য এখন বিকাশ এ সব বলে যাচ্ছে। ও বেঁচে থাকলে বিকাশকে একটা ঠাটিয়ে চড় মারত”।

‘বালিকা বধু’তে অভিনয়ের পরেই রাতারাতি লাইমলাইটে চলে আসেন এই বাঙালি অভিনেত্রী। ২০১৬ সালের ১ এপ্রিল মুম্বইয়ের ফ্ল্যাতে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

Next Article