বিগ বসের বাড়িতে বন্ড তৈরি হয় আবার ভেঙেও যায়। ঠিক যেমন দূরত্ব এসেছে নেহা ভাসিন ও প্রতীক সহজপালের মধ্যে। ঠিক তেমনই তেজস্বী প্রকাশ যদি বিশাল কোটিয়ানের সঙ্গে কথা বলেন, ঈর্ষান্বিত হয়ে পড়েন করণ কুন্দ্রা। বিগ বস সিজ়ন ১৫-র সাম্প্রতিকতম এপিসোডে সেই কথাই অপর অংশগ্রহণকারী উমার রিয়াজ়কে ব্যক্ত করেছেন করণ।
বিশালের সঙ্গে সম্পর্ক ভাল নয় করণের। কিন্তু তেজস্বীর ভালই বন্ধু তিনি। নিশান্তের ব্যবহার নিয়ে রান্নাঘরে আলোচনা করছিলেন তেজস্বী-বিশাল। বলছিলেন, নিশান্তের কথায় ও কাজে কোনও মিল নেই। এই ঘটনাটি নিয়ে পরে উমারের সঙ্গে আলোচনা করেন করণ। তাঁকে বলেন, কীভাবে তাঁকে না জানিয়ে তেজস্বী বিশালের সঙ্গে কথা বলেন।
উমারকে করণ বলেন, “তেজস্বীর সঙ্গে বিশালের সম্পর্ক ভালই। আমি সেটা জানি। আমি রিয়্যাক্ট করতে পারতাম। বলতে পারতাম, কেন বিশালের সঙ্গে তেজস্বী কথা বলছে। বিগ বসের বাড়িতে ভাল খেলছে তেজস্বী। ও জানে আমি বিশালকে একেবারে পছন্দ করি না। কিন্তু আমার মনে হয় তেজস্বী এবার নিজের খেলা শুরু করেছে। ওরা ভিতরে একে অপরের সঙ্গে দেড় ঘণ্টা ধরে কথা বলছে। ও আমাকে কিচ্ছু বলছেও না। আমি সেটা আশাও করছি না। কারণ আমি জানি তেজস্বী ও বিশাল খতরনাক জুটি। কিন্তু আমার ভিতরের মানুষটার মধ্যে অধিকারবোধ আছে। সেই ‘আমি’টাকে নিয়ন্ত্রণে রাখতে পারি না কিছুতেই। আমি ফেঁসে গিয়েছি। কী করব বুঝতে পারছি না।”
“এটা যদি সাধারণ সমস্যা হত, আমি ঝামেলা শুরু করে দিতাম। বিশালকে তেজস্বীর ধারেকাছেও আসতে দিতাম না।” বলেছেন করণ। তা হলে কি করণ-তেজস্বীর মধ্যেও দূরত্ব তৈরি হচ্ছে?
আরও পড়ুন: Bigg Boss 15: ‘প্রেম’ উধাও! কেন প্রতীকের সঙ্গে বিগবসে আর কথা বলেন না নেহা?