KBC Controversy: ছেলেকে জিতিয়ে দিতে এ কী করলেন অমিতাভ, KBC নিয়ে কটাক্ষের বন্যা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 20, 2023 | 1:47 PM

Viral News: এই পর্বের প্রশ্ন সামনে আসতেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল। ছেলেকে জিতিয়ে দিতে শেষে কি না এতটাই সহজ প্রশ্ন করতে হল অমিতাভ বচ্চনকে?

KBC Controversy: ছেলেকে জিতিয়ে দিতে এ কী করলেন অমিতাভ, KBC নিয়ে কটাক্ষের বন্যা

Follow Us

সদ্য মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন অভিনীত ছবি ঘুমর। এই ছবির প্রচারই এখন ব্যস্ত রয়েছেন অভিষেক বচ্চন। ছবির প্রচারে টিমের কাস্টকে বিভিন্ন রিয়্যালিটি শো-তে উপস্থিত হতে দেখা যায়। এবার তাই বাবার শোয়ে উপস্থিত হলেন অভিষেক বচ্চন। অর্থাৎ টিম ঘুমর। অমিতাভ বচ্চন সঞ্চালিত রিয়্যালিটি শো কৌন বনেগা ক্রোড়পতি-তে উপস্থিত হতে দেখা গেল অভিষেককে। এই প্রথম হটসিটে বচ্চন পরিবারের কেউ বসে রয়েছে, এমনটা নয়। অতীতেই এসেছেন অনেকেই। তবে শেষবার খুব একটা পসার জমাতে পারেনি অভিষেক বচ্চন। তাই এবার ৬ লাখ ৪০ হাজার টাকা ছেলে ও তাঁর টিমকে জিতিয়ে দিতে, একি করলেন অমিতাভ বচ্চন? প্রশ্ন নেটদুনিয়ার একাশের।

এই পর্বের প্রশ্ন সামনে আসতেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল। ছেলেকে জিতিয়ে দিতে শেষে কি না এতটাই সহজ প্রশ্ন করতে হল অমিতাভ বচ্চনকে? কেউ দিলেন এই শো-কে স্ক্রিপ্টেড শো-এর তকমা, কেউ আবার স্বজন পোষন প্রসঙ্গ তুলে আনলেন এই রিয়্যালিটি শো-কে কেন্দ্র করে। কী ছিল সেই প্রশ্ন! ২০২৩ আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সদের মধ্যে কোন ব্যাটসম্যান পরপর পাঁচটি ছয় মেরেছিলেন? অপশনে ছিল চার জনের নাম, তাঁরা হলেন–  আন্দ্রে রাসেল, নিতিশ রানা, রিঙ্কু সিং ও ভেঙ্কাট ইস আইআর। উত্তরটা বোধহয় জানেন না, ক্রিকেট ভক্ত এমন মানুষ খুব কমই আছেন বলেই অনুমান নেট দুনিয়ার একাংশের। ফলে সহজ প্রশ্নের সহজ উত্তর দিয়ে ৬ লাখ ৪০ হাজার অনায়াসে জিতে গেলেন অভিষেক বচ্চন। তবে নেট পাড়া বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ। সোশ্যাল মিডিয়ায় তাই কটাক্ষের ঝড়। সকলেই এক বাক্যে বলে উঠলেন, ‘এটা অন্যায়’।

Next Article