Balijhor: আসছে নতুন ধারাবাহিক ‘বালিঝড়’, এবার গল্পের প্রেক্ষাপট রাজনীতি

Leena Gangopadhyay: এই গল্পের লেখিকা লীনা গঙ্গোপাধ্য়ায়। তৃণা সাহা, ইন্দ্রাশিস রায় এবং কৌশিক রায়... তিনটি প্রধান মুখ এই ধারাবাহিকের।

Balijhor: আসছে নতুন ধারাবাহিক 'বালিঝড়', এবার গল্পের প্রেক্ষাপট রাজনীতি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2023 | 11:02 PM

প্রোমো বেরিয়েছে লীনা গঙ্গোপাধ্য়ায়ের নতুন বাংলা সিরিয়াল ‘বালিঝড়’-এর। সেই সিরিয়ালে অভিনয় করেছেন তৃণা সাহা, ইন্দ্রাশিস রায় এবং কৌশিক রায়। তাতে রয়েছেন ভরত কল। এক দুর্দান্ত রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করছেন ভরত। তাঁর কন্যার চরিত্রে অভিনয় করেছেন তৃণা সাহা। ভরত কলের ডান হাত ‘খড়কুটো’র কৌশিক। তৃণার ভালবাসা ‘ধুলোকণা’র ইন্দ্রাশিস। ভোটে জিতেছে ভরত কলের চরিত্রটি। ভোটে জিতে এসে ভরতের চরিত্রটি বলে যে কৌশিকের চরিত্রটির সঙ্গে বিয়ে হবে তার মেয়ের। এ দিকে তৃণা ভালবাসে ইন্দ্রাশিসের চরিত্রটিকে।

‘ধুলোকণা’ শেষ হওয়ার সময় লেখিকা-প্রযোজক লীনা গঙ্গোপাধ্য়ায় TV9 বাংলাকে জানিয়েছিলেন যে, একটি সিরিয়াল শেষ হলে অন্য একটি সিরিয়াল শুরু হয় নতুন করে। এই সেই সিরিয়াল। এই সিরিয়ালে অভিনয় করেছেন ‘ধুলোকণা’ এবং ‘খড়কুটো’র অভিনেতা-অভিনেত্রীরা। ‘শ্রীময়ী’ ধারাবাহিকের ভাল মানুষ জামাই ভরত কল এখানে দুর্দান্ত রাজনীতিক। ‘খড়কুটো’র নায়ক-নায়িকা তাতে অভিনয় করছেন অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে। তাঁদের বিয়ে হবে সেখানে। যে গুনগুন সৌজন্য একে-অপরকে ভালবেসেছিল ‘খড়কুটো’-এ, এই ধারাবাহিকে হয়তো ভালবাসা হবে না তাঁদের। সেই প্রেম তৈরি হবে তৃণা-ইন্দ্রাশিসের মধ্যে। অর্থাৎ, ‘ধুলোকণা’র লালনের সঙ্গে।

এই সিরিয়ালেই ফিরছেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্য়ায়। তিন বছর পর অভিনয়ে ফিরছেন তিনি। সিরিয়ালে আছেন সাবিত্রী চট্টোপাধ্যায়ও।