ICC Champions Trophy 2025: সব সুবিধা ভারতের, চূড়ান্ত অন্যায়! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তেড়েফুড়ে উঠলেন পাক প্রাক্তনী
শেষ অবধি অনিচ্ছা সত্ত্বেও পাক ক্রিকেট বোর্ড মেনে নেয় হাইব্রিড মডেলে টুর্নামেন্টের আয়োজন করবে। তবে সেদেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার আইসিসিকে দুষছেন। এক প্রাক্তন পাক ক্রিকেটার সম্প্রতি ক্ষোভ উগরে জানিয়েছেন, ভারতকে তো সব জায়গাতেই বাড়তি সুবিধা দেওয়া হয়।
কলকাতা: দেশ-বিদেশের ক্রিকেট প্রেমীদের ফোকাস এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পড়তে চলেছে। ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হবে। হাইব্রিড মডেলে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকেই ভারত জানিয়ে দিয়েছিল যে সে দেশে টুর্নামেন্ট খেলতে যাবেন না ভারতীয় ক্রিকেটাররা। এর পর শুরু হয় পিসিবি ও বিসিসিআইয়ের ‘লড়াই’। নিরপেক্ষ ভেনুতে খেলার দাবি তোলে ভারত। তা কোনও মতেই মানতে চায়নি পাকিস্তান। শেষ অবধি অনিচ্ছা সত্ত্বেও পাক ক্রিকেট বোর্ড মেনে নেয় হাইব্রিড মডেলে টুর্নামেন্টের আয়োজন করবে। তবে সেদেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার আইসিসিকে দুষছেন। এক প্রাক্তন পাক ক্রিকেটার সম্প্রতি ক্ষোভ উগরে জানিয়েছেন, ভারতকে তো সব জায়গাতেই বাড়তি সুবিধা দেওয়া হয়।
সদ্য আইসিসির চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। তারপর ক্রিকেট মহলে অনেকেই বলেন, বিসিসিআই এ বার আরও সুবিধা পাবে। দীর্ঘ বৈঠকের পর আইসিসি, বিসিসিআই ও পিসিবির মধ্যে একটি পারস্পরিক চুক্তি হয়। এবং হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে এও ঠিক হয়েছে যে, ভারত সেমিফাইনাল ও ফাইনালে উঠলে ম্যাচ হবে দুবাইতে। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড দাবি তোলে ভারত যে ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে, তাতে পাকিস্তান ক্রিকেট টিমও নিরপেক্ষ ভেনুতে খেলবে।
পাকিস্তানের প্রাক্তন বোলার সেলিম আলতাফের মতে ভারত অতিরিক্ত সুবিধা পাচ্ছে। তিনি বলেন, ‘ভারতই একমাত্র দল যারা জানে ওদের কোথায় সেমিফাইনাল ও ফাইনাল খেলতে হবে। অন্যদলগুলো গ্রুপ পর্ব শেষ হলেই তবে সেমিফাইনাল ও ফাইনালের ভেনু জানতে পারবে। অন্য দেশের মতো একাধিক ভেনুতে সফর করতে হবে না ভারতকে। এর ফলে অন্য দলগুলোর সঙ্গে অন্যায় হচ্ছে। আমার অবাক লাগছে যে অন্য ক্রিকেট বোর্ড এতে কেন কোনও আপত্তি জানাচ্ছে না।’
এই খবরটিও পড়ুন
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড। এই টিমগুলোকে ভারতের বিরুদ্ধে খেলার জন্য দুবাইতে যেতে হবে। প্রাক্তন পাক ক্যাপ্টেন ইন্তেখাব আলম সে দেশের প্রাক্তন ক্রিকেটার সেলিমের সঙ্গে এক মত হয়ে জানিয়েছেন, ভারত এখানেও বাড়তি সুবিধা পাচ্ছে। পুরো টুর্নামেন্টে একই ভেনুতে খেলারও সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া। তাই ট্রাভেলের ধকলের পাশাপাশি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না ভারতের।