Bongaon: সরকারি চাকরি, এমনও হয়! সরজিতের মাধ্যমিকের মার্কশিট দেখেই হুঁশ উড়ল কর্তাদের! কেন জানেন?
Bongaon: এরপরেই ডাক বিভাগের বারাসত ডিভিশনের সুপারিনটেনডেন্ট সরজিতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে । অভিযোগ পেয়ে সোমবার রাতে সরজিত মন্ডলকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ ।
উত্তর ২৪ পরগনা: জাল মাধ্যমিক পাশ মার্কশিট দিয়ে চাকরি করতে গিয়ে পুলিশের জালে বিজেপি নেতার আত্মীয় । উত্তর ২৪ পরগনার বনগাঁ ঘাটবাওর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুরের বাসিন্দা সরজিত মন্ডল গ্রামীণ ডাক সেবক পদে চাকরির জন্য অনলাইনে আবেদন করেছিল । ডাকবিভাগের পক্ষ থেকে ভেরিফিকেশন করবার সময় তাদের নজরে আসে সরজিতের রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাধ্যমিক পাশ মার্কশিট জাল।
এরপরেই ডাক বিভাগের বারাসত ডিভিশনের সুপারিনটেনডেন্ট সরজিতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে । অভিযোগ পেয়ে সোমবার রাতে সরজিত মন্ডলকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ । ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ ।
অন্যদিকে সরজিতের গ্রেফতার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস দাবি করেছেন, সরজিৎ ঘাট বাউল এলাকার বিজেপির যুবনেতার কর্ণ ধরের আত্মীয় ।
অন্যদিকে বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডলের বক্তব্য, “কর্ণ আমাদের বিজেপি নেতা কিন্তু ওর আত্মীয় কী করবে সেটা তো আর ও জানবে না । এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।”