Sajid Khan Controversy: ‘দশ নারীর সর্বনাশ করেও বিগবসে’! সাজিদের বহিষ্কারের দাবিতে অনুরাগকে চিঠি মহিলা কমিশনের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 10, 2022 | 9:42 PM

Sajid Khan: যে সব অভিনেত্রী-মডেল বিভিন্ন সময়ে সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন তার সম্পূর্ণ এক তালিকা চিঠিতে উল্লেখ করেছেন স্বাতী।

Sajid Khan Controversy: দশ নারীর সর্বনাশ করেও বিগবসে! সাজিদের বহিষ্কারের দাবিতে অনুরাগকে চিঠি মহিলা কমিশনের
সাজিদের বহিষ্কারের দাবিতে অনুরাগকে চিঠি মহিলা কমিশনের

Follow Us

এক নয়, দুই নয়– দশ জন নারী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন বিভিন্ন সময়ে। সেই সাজিদ খানই নাকি সলমন খান পরিচালিত ‘বিগবস’-এর মঞ্চ রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন! গর্জে উঠল দিল্লির মহিলা কমিশন। সাজিদকে ওই শো-থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে এবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি পাঠালেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। (Sajid Khan)

যে সব অভিনেত্রী-মডেল বিভিন্ন সময়ে সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন তার সম্পূর্ণ এক তালিকা চিঠিতে উল্লেখ করেছেন স্বাতী। পাশাপাশি সেই চিঠির ছবি টুইটারে শেয়ার করে তিনি লেখেন, “সাজিদের বিরুদ্ধে ১০ জন মহিলা মিটুর অভিযোগ এনেছেন। এই সব সাজিদের সেই নোংরা মানসিকতার প্রমাণ। এই রকম একজন মানুষকে বিগবসে জায়গা দেওয়া হয়েছে যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমি অনুরাগ ঠাকুরকে এক চিঠির মাধ্যমে সবটা জানিয়ে সাজিদ খানকে ওই শো থেকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি।” চলতি সিজনে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন সাজিদ। শো’র প্রথম দিনে আলাপ পর্ব সারার সময় সাজিদ দাবি করেন, তাঁর নামে যা যা রটেছে সে সব ‘মিথ্যে অভিযোগ’ ভুল প্রমাণ করতেই নাকি বিগবসে আগমন তাঁর। নেটিজেনদের প্রিয় শেহনাজ গিলও সাজিদের পাশে দাঁড়ান। প্রিয় ‘সাজিদ ভাই’কে শুভেচ্ছা জানাতেও দেখা যায় তাঁকে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে নেটিজেনদের একটা বড় অংশ। সাজিদের বিরুদ্ধে ক্ষোভ তো জমা হয়ই পাশাপাশি ‘যৌন শিকারি’র পাশে দাঁড়ানোর জন্য নিন্দার মুখে পড়তে হয় শেহনাজ ও সলমনকেও। শুধু নেটিজেনরাই নন, বলিউডের অন্দরেও প্রগাঢ় হয়ে ওঠে ক্ষোভ। অতীতে সাজিদের ‘লালসা’র মুখে পড়তে হয়েছে এমন অনেক অভিনেত্রী এই ঘটনায় পুনরায় মুখ খোলেন।

মডেল-তারকা র‍্যাচেল হোয়াইট, অভিনেত্রী সিমরান সুরি, শারলিন চোপড়া, ডিম্পল পালের মতো তারকারা যারা কোনও না কোনও সময়ে সাজিদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন তাঁরা সরাসরি প্রতিবাদ করেন। এখানেই শেষ নয়, শারলিন প্রকাশ্যেই অভিযোগ করেন, সাজিদ নাকি যৌনাঙ্গ দেখিয়েছিলেন তাঁকে। তিনি লেখেন, “ওই লোকটি তাঁর গোপনাঙ্গ আমার সামনে মেলে ধরে তা দশের মধ্যে নম্বর দেওয়ার জন্য বলে।” সেই সাজিদই আবার বিগবসে কী করে যেতে পারে সে দাবি তুলে ঘটনায় সলমন খানকেও পক্ষ নেওয়ার জন্য আবেদন করেন শারলিন। উরফি জাভেদও প্রতিবাদ করেন প্রকাশ্যেই। তিনি বলেন, “এত জন অভিনেত্রীর সর্বনাশ করেও কী করে সে মঞ্চে দাঁড়িয়ে রয়েছে? টিআরপি বাড়ানোর জন্যই কি এমনটা করা হচ্ছে?” প্রতিবাদের ঝড় ক্রমশই প্রখর হয়ে উঠছে। মহিকা কমিশনের এই চিঠির সাপেক্ষে সাজিদকে নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রক কোনও পদক্ষেপ করেন কিনা এখন সেটাই দেখার।

 

Next Article