মিঠাই ধারাবাহিকে এখন নতুন মোড়। বাড়ি ছাড়াতে নারাজ সকলেই। বাড়ির জমিও ছাড়তে নারাজ মোদক পরিবার। তবে একাধিক চক্রান্তের শিকার হতে দেখা যাচ্ছে এই পরিবারকে। সম্প্রতি মোদক পরিবারের ওপর নজর পড়েছে প্রমিলা লাহার। তার বিশাল ক্ষমতা। যার প্রমাণ ইতিমধ্যেই পেয়েগিয়েছে গোটা পরিবার। তবে তোর্সাকে কিছুতেই পরিস্থিতির আসব ছবিটা মোদক পরিবার বুঝিয়ে উঠতে পারছে না। প্রমিলার কথায় সে উঠছে বসছে, পরিবারের সেটা সকলেরই জানা। এখন ঘটনাচক্রে সিদ্ধার্থের নজরে পড়ে অনেককিছুই। মিঠাই বুঝতে পারছে কোন চক্রান্তের শিকার হচ্ছে তারা।
পরিবারের গায়ে এই অসম্মান কীভাবে মুছবে সকলে, সেই চেষ্টাই করে চলেছে সকলেই। তবে তোর্সাকে পাশে পাওয়া যাচ্ছে না। তোর্সা সকলেই বুঝিয়ে বলে, প্রমিলার লাহার সঙ্গে না অশান্তিতে জড়াতে। তাতে বড় ক্ষতি হয়ে যেতে পারে সকলের। কিন্তু প্রমিলা স্পষ্টই জানিয়ে দেয় যে তিনি এই লড়াইয়ে জিতেই ছাড়বে। তবে মিঠাই কোনো মতেই হার মানতে নারাজ। সকলের মনে সাহস জুগিয়ে সে মাঠে নামতে প্রস্তুত। মিঠাইয়ের এই রুপ সকলের চেনা। তবে চোর্সা মিঠাইকে বিশ্বাস করতে রাজি নয়। সে প্রমিলার ছত্রছায়ায় থাকতেই বেশি পছন্দ করছে।
তবে এর শেষ কোথায়! এভাবে তো আর চলতে পারে না। সবটা খতিয়ে দেখতে হবে। অন্যদিকে রুডি জানায়, প্রমিলা অন্যায় কাজ করলেও তার কোনও প্রমাণ রাখে না। অতীতেও রাখেনি। যার ফলে তাকে শাস্তি দেওয়াটা খুব সহজ হবে না। অন্যদিকে সিড বুঝতে পারে কিছু একটা তারা মিস করে যাচ্ছে, যেখান থেকে এই মহিলাকে হাতে নাতে ধরা অনেকবেশি সহজ হয়ে যাবে। সিদ্ধার্থের কথায়, যেভাবে হোক দাদুকে সম্মান ফিরিয়ে দিতে হবে, পরিস্থিতি সামাল দিতে এবার মাঠে নামবে মিঠাই ও তার দল।