এ যেন উলটপূরাণ। মিঠাই ভক্তরা আনন্দে আত্মহারা। বৃহস্পতিবারের টিআরপির তালিকা উল্টে দিল যাবতীয় হিসেব। গত বেশ কয়েক সপ্তাহের শাপমোচন ঘটল অবশেষে। আবারও ফিরে এল মিঠাই। গাঁটছড়াকে পিছিয়ে দিয়ে দখল করল প্রথম স্থান। গত সপ্তাহের প্রাপ্ত নম্বর থেকে বেশ কিছুটা পিছিয়ে গিয়ে গাঁটছড়া নেমে এল দ্বিতীয় স্থানে। কে কত পেল? আপনার জন্য রইল তালিকা।
টিআরপির তালিকা বলছে এই সপ্তাহে মিঠাইয়ের প্রাপ্ত নম্বর ৯.৮। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৯.৫ নম্বর। অন্যদিকে গত সপ্তাহে ১০ পেয়ে এগিয়ে থাকা গাঁটছড়া এক সপ্তাহের মধ্যে পিছিয়ে গিয়ে নেমে এসেছে ৮.৯ নম্বরে। যদিও গত দুই সপ্তাহের মতো নিজের জায়গা এই সপ্তাহেও ধরে রেখেছে ধারাবাহিক আলতা ফড়িং। এই সপ্তাহে ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৫। একদিকে যেমন মিঠাই ভক্তরা আনন্দে আত্মহারা অন্যদিকে হঠাৎ পিছিয়ে যাওয়ায় গাঁটছরা ভক্তদের মন ভার। দুই ভক্তদের মধ্যে হচ্ছে বিবাদও, যদিও সবটাই ভার্চুয়ালি।
অনুরাগের ছোঁয়াতে কাছাকাছি এসেছেন দিব্যজ্যোতি ও স্বস্তিকা। তাঁদের প্রেম পছন্দই হয়েছে দর্শকের। বলছে টিআরপি তালিকা। এই সপ্তাহে তার স্থান চতুর্থ। ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৫। গত সপ্তাহের পঞ্চম স্থান থেকে ওই ধারাবাহিক উঠে এসেছে এক ধাপ উপরে। অন্যদিকে এক ধাপ পিছিয়ে গিয়েছে জি-বাংলার অপর ধারাবাহিক উমা। গত সপ্তাহে ওই ধারাবাহিক হয়েছিল চতুর্থ। পেয়েছিল ৮.৫। এই সপ্তাহে ওই ধারাবাহিকটি পেয়েছে ৮.০। তবে এই সপ্তাহে গুড্ডি আর গোধূলি আলাপ স্টার জলসায় শুরু হওয়া এই দুই নতুন ধারাবাহিক নিজের ছাপ ফেলতে পারল না। গুড্ডি পেয়েছে ২.৭ এবং গোধূলি আলাপের প্রাপ্ত নম্বর ৪। অসমবয়সী প্রেম অথবা দার্জিলিংয়ে পুলিশের প্রেম দর্শক নিতে পারছেন না বলেই জানাচ্ছে টিআরপির তালিকা। এই সপ্তাহে মন ফাগুন পিছিয়েছে আরও কিছুটা গত সপ্তাহের ৮.২ হঠাৎই পিছিয়ে গিয়ে পেয়েছে ৬.৯। নম্বর কমেছে আয় তবে সহচরীরও। ওই ধারাবাহিকের এই সপ্তাহে প্রাপ্ত নম্বর ৬.৮। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৮.১। প্রতি সপ্তাহে দর্শকের হাতেই নির্ধারিত হয় ধারাবাহিকের ভাগ্য।এই সপ্তাহেও যেমন উল্টে গিয়েছে সমস্ত ছক। মিঠাই এগিয়ে গিয়েছে, পিছিয়ে গিয়েছে গাঁটছড়া। আগামী সপ্তাহেও কি একই ফলাফল বজায় রাখতে পারবে মিঠাই। ‘গোপাল ঠাকুর’-এর কাছে এই প্রার্থনাই করছেন মিঠাই ভক্তরা।
আরও পড়ুন- এক বছরেই মধ্যেই বিয়ে ভাঙছিল শাহিদের, থাকতে চাননি মীরা