Mithun Chakraborty: পুলিশের কাছে কার নামে অভিযোগ করলেন মিঠুন চক্রবর্তী?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 03, 2023 | 9:10 AM

Reality Show: বর্তমানে রমরমিয়ে চলছে এই শো। অঙ্কুশ হাজরা, যিনি শোয়ের সঞ্চালক, তিনি হাসি মুখে জানিয়েছিলেন টিআরপি ওঠার খবর।

Mithun Chakraborty: পুলিশের কাছে কার নামে অভিযোগ করলেন মিঠুন চক্রবর্তী?

Follow Us

টানা ১০ বছর পর জি বাংলার রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্স-এ ফিরেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর। মিঠুন চক্রবর্তী মহাগুরু হয়ে সকলের মন জয় করেছিলেন এই শোয়ের মধ্যমণি হয়ে। এবারও তার ব্যতিক্রম নয়। তবে কী হল হঠাৎ তাঁর, সেটে কার উপস্থিতিতে অতিষ্ট মহাগুরু? ছোটদের ভীষণ পছন্দের এক গ্রাফিক্স চরিত্র কেকে। এই ভূতকে নিয়েই জল্পনা তুঙ্গে। শোয়ের বিশেষ পর্বে পুলিশের উপস্থিতি দেখেই তাই তড়িঘড়ি অভিযোগ করলেন মহাগুরু, আবেদন করলেন উপযুক্ত ব্যবস্থা করার জন্য। পুলিশের তরফ থেকে উত্তর এল, ভূতের বিরুদ্ধে তো তাঁরা অতীতে কোনও অভিযোগ নেননি। এবারটা চেষ্টা করে দেখতে পারেন।

তাতেই ওঠে হাসির রোল। বর্তমানে রমরমিয়ে চলছে এই শো। অঙ্কুশ হাজরা, যিনি শোয়ের সঞ্চালক, তিনি হাসি মুখে জানিয়েছিলেন টিআরপি ওঠার খবর। তাতেই বেজায় খুশি হয়েছিলেন সকলে। সাধারণত টিআরপি-র তালিকায় রিয়্যালিটি শোয়ের স্থান খুব একটা ওপরে থাকে না। তবে এবার ঠিক তেমনটা ঘটতেই খুশির মেজাজ সকলের মনে। সকলের সঙ্গে পাল্লা দিয়ে মজায় মাততে দেখা যায় তাঁকে।

তবে মাঝে ১০ বছরের বিরতি কেন? শোয়ের সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন মহাগুরু। মিঠুন চক্রবর্তী বলেছিলেন, “জি বাংলার পর্দায় তিনি প্রথম এই আসনে বসেছিলেন। তবে পরবর্তী সিজিন থেকে তাঁকে আর দেখা গেল না এই রিয়্যালিটি শো-এর মঞ্চে। প্রকাশ্যেই মিঠুন চক্রবর্তী জানান, কারণ একটাই, জি বাংলার ভাবনাকে ধার করেই জাতীয় স্তরে জি স্থির করে ডান্স ইন্ডিয়া ডান্স শুরু করার। আমাকেও ডেকে নিয়ে যায় সেখানে। তবে আমার উদ্দেশ্যে ছিল অন্য। কিছু বছর আগে পর্যন্তও সকলে প্রশ্ন করতেন এই শিশুগুলোর ভবিষ্যৎ কি? ডান্সার? গান গাওয়া চলে, কিন্তু নাচ সেভাবে গ্রহণ করে না কেউ। এই মিথকে ভাঙতেই চেয়েছিলাম আমি। বহু ডান্সারের জন্ম হয়েছে এই সব স্টেজে। এখন আর এসব প্রশ্ন আমায় শুনতে হয় না। আমার সেই উদ্দেশ্য পূরণ হয়েছে।”

Next Article