Oindrila Sen: ‘মেয়ের বিয়ে দিয়ে দিলেন?’ একাধিক ফোন জেরবার যখন ঐন্দ্রিলার মা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 29, 2023 | 1:25 PM

Tollywood Inside: অনেকেই মনে করেছিলেন এই জুটির বোধহয় বিয়ে হয়ে গেল। ঐন্দ্রিলার মা পেয়েছিলেন অনেক কটা ফোন। অনেকেই তাঁকে প্রশ্ন করেছিলেন, 'মেয়ের বিয়ে দিয়ে দিলেন জানালেন না?'

Oindrila Sen: মেয়ের বিয়ে দিয়ে দিলেন? একাধিক ফোন জেরবার যখন ঐন্দ্রিলার মা

Follow Us

ঐন্দ্রিলা সেন, ছোট থেকেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত। একের পর এক ভাল কাজ দর্শকদের উপহার দিয়েছেন তিনি। ওটিটি থেকে শুরু করে বড় পর্দা, ছোট পর্দা, প্রতিটি জায়গায় নিজের ছাপ রেখে গিয়েছেন অভিনেত্রী। অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তাঁর। একসঙ্গে এই জুটিতে কাজও করেছেন বড় পর্দায়। সম্প্রতি তাঁদের বিয়ে প্রসঙ্গে আসানসল মিডিয়ায় উঠলো ঝড়। বছরের শুরুতেই লাভ ম্যারেজ ছবি ঘিরে জল্পনা ছিল তুঙ্গে। নানা মজার পোস্ট তাঁদের সোশ্যাল মিডিয়ায় নিত্য দেখা যেত। এই পরিস্থিতিতে ঐন্দ্রিলার মায়ের ঠিক কেমন অবস্থা হয়েছিল? এক সাক্ষাৎকার ঐন্দ্রিলা সেনের মা জানিয়েছিলেন, বেশ সমস্যা। এই জুটি তো সবসময় মজাই করে থাকে। যা বছরের শুরু থেকে চলেছিল, সবটাই কাজকে কেন্দ্র করে।

তবে অনেকেই মনে করেছিলেন এই জুটির বোধহয় বিয়ে হয়ে গেল। ঐন্দ্রিলার মা পেয়েছিলেন অনেক কটা ফোন। অনেকেই তাঁকে প্রশ্ন করেছিলেন, ‘মেয়ের বিয়ে দিয়ে দিলেন জানালেন না?’ কী উত্তর দেবেন বুঝতে না পেরে, ঐন্দ্রিলার মা বলতেন ‘ও তাই আমি তো নিজেই জানি না’। ছেলে মেয়েদের এই আনন্দ মজা কাজ এসবটাতেই তিনি ভীষণ খুশি। ঐন্দ্রিলা কাজের মধ্যে থাকুক, সকলকে এভাবেই ভাল কাজ উপহার দিক, এর বেশি তাঁর কিছু চাইবার নেই।

প্রতিটা কাজে মেয়ের পাশে থাকেন তিনি বটে, তবে মেয়ের কাজ মানে যে খুব ভাল, এমনটা কিন্তু সবসময় নয়। যেখানে ভুল মনে হয় তার তিনি কিন্তু তা ঠিক করে দেন। নিজেই জানেন ঐন্দ্রিলার মা। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে লাভ ম্যারেজ ছবি ও শ্বেতকালী ওটিটিতে। দুটোতেই অভিনব অভিনয় করে প্রশংসিত ঐন্দ্রিলা। তবে এখন কেবল ভক্তদের মনে একটাই প্রশ্ন কবে সাত পাকে বাঁধা পড়ছেন অঙ্কুশ ঐন্দ্রিলা। ১৩ বছরের সম্পর্ক, তবে কী চলতি বছরের বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা, প্রশ্ন ভক্তদের।

Next Article