বিগবসের অন্দর মানেই তাতে রয়েছে ঝগড়া, রয়েছে মনোমালিন্য। রয়েছে আবার প্রেমও। কিন্তু তাই বলে বিগবসের অন্দরে অশরীরী! তারও নাকি দেখা মিলেছে সেখানে, দাবি বিগবসেরই এক প্রাক্তন প্রতিযোগী রাজীব আদাতিয়ার। তাঁর আরও দাবি, শুধু তিনি নন, এই সিজনের অন্যতম প্রতিযোগী প্রতীক সহজপাল, উমর রিয়াজ ও নিশান্ত ভাটেরও নাকি হয়েছে ওই একই অভিজ্ঞতা।
ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজীব জানিয়েছেন একবার নয় দু’বার তিনি দেখা পেয়েছেন ‘তেনাদের’, তাও আবার বিগবসের বাড়িতে। তাঁর কথায়, “আমি মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলাম। এতই ভয় পেয়েছিলাম যে বিগবসের বাড়িতে থাকতে পর্যন্ত চাইনি। আমি, উমর, প্রতীক, নিশান্ত আমরা সবাই মিলে বসেছিলাম। হঠাৎ করেই আমি আর নিশান্ত দাঁড়িয়ে পড়ি। দেখি এক বাচ্চা মেয়ে হেঁটে বেড়াচ্ছে। রক্ত হিম হয়ে যায় আমাদের। বিগবসের ঘরে বাচ্চা আসবে কী করে?”
তিনি যোগ করেন, “আমি মিথ্যে বলছি না। বিগবসের বাড়িতে ভূত রয়েছে। আমি নিজে দেখেছি। গায়ের লোম খাঁড়া হয়ে গিয়েছিল আমার। শুধু মেয়েটিকেই নয় মাঝে মধ্যেই ছায়া মূর্তি সরে সরে যেতে দেখেছি আমি।” রাজীবের এই মন্তব্য চাঞ্চল্য ছড়িয়েছে নেটিজেনদের মধ্যেও। বিগবস নিয়ে এত দিন ছিল নানা অভিযোগ। কিন্তু তাই বলে বিগবস ভুতুড়ে, এমন অভিযোগ আগে কখনও শোনা যায়নি। রাজীবের এই মন্তব্যের পাল্টা যদিও কোনও মন্তব্য করেননি চ্যানেল কর্তৃপক্ষ।
শেষ মুহূর্তে জমে উঠেছে বিগবসের অন্দর। জয় ভানুশালীর মতো শক্তিশালী প্রতিযোগী যেমন খেলার বাইরে বের হয়ে গিয়েছেন অন্যদিকে ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন রশ্মি দেশাই, দেবলীনা ও বিচকুলে। ফিনালের আর বেশি দিন নেই। ১৫ সিজনে সেরার সেরা উঠবে কারা মাথায়, এখন সেটাই দেখার।
আরও পড়ুন- Tollywood Serial TRP: বর্ষশেষে ‘স্টার’ চমক, টিআরপিতে জ্বলজ্বল ‘গাঁটছড়া’, ঘাড়ে নিঃশ্বাস জি-এর!