বাংলা ধারাবাহিকে তিনটে প্রেম, দুটি বিয়ে, বর-বউ হারিয়ে যাওয়া, ফের ফিরে আসা, ফের সংসারের গল্প নতুন নয়। প্লট চেনা হলেও ক্ষেত্র বিষয় বদলে যায় চরিত্ররা। এই যেমন জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুনের মোহনা’তে এবার আসতে চলেছে বড় চমক। ধামাকা এন্ট্রি হতে চলেছে ঋজু বিশ্বাসের। নায়ক-নায়িকার মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে আসতে চলেছেন তিনি। ঋজুর কথায়, “আপাতভাবে শিক্ষিত ভদ্র মনে হলেও একটা নেগেটিভ শেডস আছে। তবে পুরোপুরি খলনায়ক বলা যাবে না একেবারেই।”
জানা গিয়েছে, তাঁর চরিত্রের নাম অরুণাভ। গল্পের কেন্দ্রীয় চরিত্র আয়ুশ ও রুমঝুমের মাঝে তিনি তৃতীয় ব্যক্তি। নিজেকে পুরোপুরি খলনায়ক হিসেবে যদিও দাবি করতে চান না তিনি। আগামী দিনে প্লট কোনদিকে এগোয়, এখন সেটাই দেখার। ধারাবাহিকে ঋজুর চরিত্রটি পেশায় পরিচালক ও প্রযোজক। ধারবাহিকের নায়ক আয়ুশ ও তাঁর পরিবারের সঙ্গে বহুদিনের শত্রুতায় রয়েছে। আর এখানেই নির্মাতাদের দাবি ঋজুর সঙ্গে নাকি মিল রয়েছে ‘বাজিগর’-এর শাহরুখ খানের। বাজিগরের শেষটার সঙ্গে কি মিল থাকবে ধারাবাহিকটি, উত্তর লুকিয়ে সময়ের হাতে।
টেলিভিশন জগতে ঋজু অত্যন্ত পরিচিত মুখ। ‘বউ কথা কও’, ‘তোমায় আমায় মিলে’-এর মত বহু জনপ্রিয় মেগা সিরিয়ালে ঋজু দাপিয়ে কাজ করেছেন। এই ধারাবাহিকে তিনি কতটা দর্শকের মন জয় করতে পারেন, সেই উত্তরই খুঁজছেন তাঁর অনুরাগীরা।