‘কার কাছে কই মনের কথা’, ধারাবাহিকের শুটিং সদ্য হয়ে গেল মন্দারমণিতে। সেখানেই ধারাবাহিকের চার বন্ধু সহ শিমুলের ননদ, সকলেই একযোগে চলল ঘুরতে। ধারাবাহিকে এখন এই প্লটেই সাজানো গল্প। শাশুড়িকে তোয়াক্কা না করেই নাকি বন্ধুদের সঙ্গে বাড়ি ছাড়ল শিমুল, বাড়িতে এই নিয়ে তুমুল অশান্তির মাঝেই চলল হুল্লোর, আনন্দ। একদিকে যেমন ধারাবাহিক সাজানো এই প্লটে, তেমনই বাস্তব জীবনে এই পাঁচ অভিনেত্রী জমিয়ে শুটিং করলেন মন্দারমণিতে। সেখান থেকে এবার ছবি শেয়ার করলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম পুতুল। শিমুল ও পাড়ার বউদের সঙ্গে সেও গিয়েছে মন্দারমণিতে ঘুরতে। বাড়ির কারও অনুমতী না থাকলেও পুতুল যে শিমুলের সঙ্গে বেরতে পেরে বেজায় খুশি, তা আর বলার অপেক্ষা রাখে না।
কয়েকদিনের মধ্যেই এই সিক্যোয়েন্স পর্দায় দেখা যাবে। তবে তারই আগে মন্দারমণি শুটিং সফরের ঝলক মিলল সোশ্যাল মিডিয়ায়। শ্রীতমা শেয়ার করলেন এক মজার পোস্ট। যা দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মন্দারমণি বা যে কোনও সমুদ্রসৈকত মানেি সেখানে ডাব সহযোগে একটি ছবি পোস্ট করা। তেমনই ছবি শেয়ার করলেন শ্রীতমা, ডাবে চুমুক দিতে দিতে হাতে তুলে ফেললেন একটি বড় মাছ। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখা মাত্রই তা নিয়ে চর্চা তুঙ্গে।
প্রসঙ্গত, জি বাংলার নতুন এই ধারাবাহিক নিয়ে চর্চা তুঙ্গে প্রথম দিন থেকেই। শাশুড়ি ও বৌমার এমন সম্পর্কে সমীকরণ যেন দর্শক মেনে নিতে পারছেন না। আজকালকার দিনেও এমন হয়। কঠোর পুরনো পন্থার এমন শাশুড়ি চরিত্র কেন পর্দায় তুলে ধরা হচ্ছে। এ সমাজের কাছে এ ছবি বড্ড বেশি যেন বেমানান এমনই দাবি করেন একশ্রেণীর দশকেরা। আবার কেউ কেউ সাবধান করতে জানেন এসব পর্দায় যেন দেখানো না হয়। কিন্তু কেন শিমুল অর্থাৎ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র মানালিদের শাশুড়ি এবার খানিক হলেও সুর নরম করছেন। আর তাতেই এবার দর্শকের মনে জায়গা করে নিচ্ছে এই ধারাবাহিক।