শোলাঙ্কি রায়, একের পর এক খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছেন তিনি। গাঁটছড়া ধারাবাহিক থেকে তিনি সরে দাঁড়ানোর পর থেকেই শুরু হয়ে যায় শোলাঙ্কি রায়কে নিয়ে কৌতুহল। ঠিক কেন ছোট পর্দা থেকে সরে গেলেন অভিনেত্রী? বুঝতে পারছিলেন না কেউ। যদিও কিছু দিনের মধ্যেই এই প্রসঙ্গে মুখ খুলেছেন শোলাঙ্কি রায়। জানিয়ে ছিলেন তিনি শারীরিক অসুস্থতার জন্যই এই কাজ করতে পারছেন না। সকলেই তাঁর এই মতকে প্রাধান্য দিয়েছে। যদিও তিনি সরে যাওয়ার পর থেকেই পড়তে শুরু করেছে ধারাবাহিকের টিআরপি। কিছুদিনের জন্য তাই অভিনয় থেকে নিয়েছিলেন বিরতি। তবে এখনই আর ছোট পর্দায় ফিরছেন না শোলাঙ্কি।
সম্প্রতি দেখা যায় তাঁকে ভ্রমণে গা ভাসাতেও। তবে কথা রাখলেন শোলাঙ্কি। বেশিদিন সময় নেননি তিনি। কিছুদিনের মধ্যেই আবারও সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি অভিনয়ে ফেরার। তবে না, এই খবরে খুব একটা আনন্দ পাবে না ভক্তরা। কারণ অভিনেত্রী ছোট পর্দায় ফিরছেন না। বরং তিনি ফিরছেন ওটিটি-তে। টিভি ৯ বাংলা অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে, তিনি বলেছিলেন, ‘হম, কাজে ফিরছি, তবে টিভির পর্দায় নয়। এখনও কিছু ফাইলান হয়নি। ওটিটি দিয়েই ফিরব। টিভিতে এখনই নয়। কিছুদিন এখন ওটিটি-সিনেমাই করব। কথা বলা শুরু হয়েছে। আশাকরি শীঘ্রই কিছু জানাতে পারব।’
কিছুদিনের মধ্যেই তিনি সত্যম ভট্টাচার্যের সঙ্গে একটি কাজে বোলপুরে রওনা দেবেন। তার আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে সকলের নজর কাড়লেন তিনি। চমক লাগালেন কনে লুকে। একের পর এক ভিডিয়ো তাঁর সোশ্যাল মিডিয়ায় পলকে ভাইরাল। তবে এবার কনে মেকআপে নজর কাড়লেন তিনি। সাবেকি লুকে তাক লাগানো শোলাঙ্কি কি তবে বিয়ে করে বসলেন? না, কেবল শুটের জন্যই তাঁর এই সাজ। দর্শকদের নজরের কেন্দ্রে যা পলকে জায়গা করে নেয়। লাইক-কমেন্টে ভরিয়ে দিলেন সকলে। কেউ কেউ আবার প্রশ্ন করে বসলেন, ব্যক্তিজীবনে এই সিদ্ধান্ত তিনি এবার কবে নেবেন?