Solanki Roy Exclusive: ‘ঋদ্ধির মত বর! অসম্ভব’, খড়ির জায়গায় শোলাঙ্কি থাকলে কী করতেন…

Aug 21, 2022 | 3:47 PM

Solanki on Relation: খড়ির সঙ্গে শোলাঙ্কির বেশকিছু জায়গায় বিস্তর ফারাক, যার মূলে সম্পর্ক। নিজেই জানালেন সেলেব- খড়ি যেভাবে বড় হয়ে উঠেছে, যেভাবে সবটা দেখেছে, জেনেছে, শিখেছে, সেই সূত্রে সে বিবাহ বিষয়টাতে খুব বিশ্বাসী।

Solanki Roy Exclusive: ঋদ্ধির মত বর! অসম্ভব, খড়ির জায়গায় শোলাঙ্কি থাকলে কী করতেন...

Follow Us

ছোটপর্দা হোক বা বড় পর্দা, অভিনেত্রী শোলাঙ্কি রায় অভিনয়ের দাপটে বারে বারে দর্শকদের মন জয় করে এসেছেন। এবারও তার ব্যতিক্রম নয়। মেগা ধারাবাহিক গাঁটছড়ায় তিনি যেন একাই একশো। একগুচ্ছ চরিত্রের ভিড়ে হারিয়ে যাওয়া নয়, তিন বোনের গল্পে প্রতিটা চরিত্রের বাঁধনই যেন খড়ির হাতেই। সে যেমন সকলের সঙ্গে মানিয়ে নিতে পারে, প্রয়োজনে প্রতিবাদ করতে পারে ও ঋদ্ধির মত একজন উগ্র মানুষের সঙ্গে ঘর করার চেষ্টা করতে পারে, সেখানে গিয়ে কি শোলাঙ্কি কোথাও নিজে এভাবেই সবটা মেনে নিতেন! ব্যক্তিগত জীবনে খড়ির মত চরিত্র নিয়ে ঠিক কী মত শোলাঙ্কির!

টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শোলাঙ্কি জানায়, ”অভিনেত্রী মানেই তো অভিনয় করা, প্রতিটা মুহূর্তে পর্দার সামনে একটা অন্য মানুষ হয়ে ওঠা। ফলে সব ক্ষেত্রে যে নিজের সঙ্গে মিল থাকতে হবে, এমনটা নয়। তবে খড়ি যেমন প্রতিটা ক্ষেত্রে নিজের মতামত রাখতে পিছপা হয় না, ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলতে যানে, ব্যক্তিগত জীবনে আমি কতটা পারি যানি না, তবে চেষ্টা নিঃসন্দেহে করে থাকি”।

তবে খড়ির সঙ্গে শোলাঙ্কির বেশকিছু জায়গায় বিস্তর ফারাক, যার মূলে সম্পর্ক। নিজেই জানালেন সেলেব- ”খড়ি যেভাবে বড় হয়ে উঠেছে, যেভাবে সবটা দেখেছে, জেনেছে, শিখেছে, সেই সূত্রে সে বিবাহ বিষয়টাতে খুব বিশ্বাসী। আমি সম্পর্কে সেভাবে বিশ্বাস রাখি না, আর রাখলেও বিবাহ বিষয়টা নিয়ে আমি খুব মুক্ত চিন্তাভাবনা পোষণ করি। দুটো মানুষ একে অপরকে ভালবেসে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেবে, এটাই তো শেষ কথা। তাঁরা বিয়ে করবে, করবে না, তাঁদের ব্যক্তিগত বিষয়। আমার বেড়ে ওঠা, আমার সমাজ দর্শন আলাদা। তাই খড়ির মত করে ভাবতে পারা আমার পক্ষে অসম্ভব। ফলে খড়ির জায়গাতেই তো আমি থাকতাম না, কারণ দেখাশোনা করে বিয়ে, বা চাপিয়ে দেওয়া সম্পর্ক আমি মেনে নিতামই না। তার ওপর যদি বিয়ে হয় ঋদ্ধির মত ছেলের সঙ্গে, তবে তো কথাই নেই। এক কথায় অসম্ভব”। সম্পর্ক নিয়ে ঠিক এমনই মন্তব্য রিয়েল লাইফ শোলাঙ্কি।

Next Article