AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sreemoyee Chattoraj: ‘কত শয়তানি করবি’, অনুষ্ঠানে গিয়ে শুনতে হয় শ্রীময়ীকে, জোটে ‘অপমান’

Sreemoyee Chattoraj: অনুষ্ঠানে গিয়েছেন, সকলের সামনেই তেড়ে এলেন এক দর্শক। এর পরেই অকথ্য ভাষায় চলল গালিগালাজ। সেই দর্শক বলে চললেন, "কুচুটে পিসি এসে গেছে", "আর কত শয়তানি করবি?" না রেগে যাননি শ্রীময়ী চট্টরাজ। বরং আর এই সব শোনা হবে না বলেই মন খারাপ তাঁর। কেন জানেন?

Sreemoyee Chattoraj: 'কত শয়তানি করবি', অনুষ্ঠানে গিয়ে শুনতে হয় শ্রীময়ীকে, জোটে 'অপমান'
| Updated on: Nov 21, 2023 | 8:05 AM
Share

অনুষ্ঠানে গিয়েছেন, সকলের সামনেই তেড়ে এলেন এক দর্শক। এর পরেই অকথ্য ভাষায় চলল গালিগালাজ। সেই দর্শক বলে চললেন, “কুচুটে পিসি এসে গেছে”, “আর কত শয়তানি করবি?” না রেগে যাননি শ্রীময়ী চট্টরাজ। বরং আর এই সব শোনা হবে না বলেই মন খারাপ তাঁর। কেন জানেন? দশ মাসের জার্নি শেষ হচ্ছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর। আবেগঘন শ্রীময়ী। ওই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ছিল সুধাময়ী। পৃথ্বীরাজের পিসিমার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। ধারাবাহিকে ওই চরিত্রটি খানিক নেতিবাচক। সুদক্ষ অভিনয়ের জেরে তা এত সুন্দর করে পর্দায় ফুটিয়ে তুলতেন শ্রীময়ী যে সুধাকেই সত্যি ভেবে নিতেন সকলে। আর হবে না এই সব। মন খারাপ অভিনেত্রীর। করেছেন এক লম্বা পোস্ট।

লিখেছেন, “আমি এই প্রথম পিরিয়ডিক্যাল ড্রামা তে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম, সেই অনুভূতিটা আমার দারুন ছিল, হয়তো আপনাদের চোখে সুধাময়ী খুব শয়তান, খুব দুষ্টু ,খুব বদমাইশ, কিন্তু সুধাময়ী কে বানানোর জার্নি টা আমার কাছে একটা শুধুই ইমোশন নয়, একটা নিজের হাতে করে গড়ে তোলা একটা চরিত্র, অনেক জায়গায় ফাংশন/অনুষ্ঠান করতে গিয়ে আমাকে শুনতে হয়েছে “ওই তো কুচুটে পিসি এসে গেছে”, “আর কত শয়তানি করবে ফুলপিসি”……হয়তো ভবিষ্যতে আবারও কাজ করব, কিন্তু সুধাময়ী ডাকটা হয়তো আর শুনতে পাব না, হয়তো সুধাময়ীর জন্য তড়িঘড়ি করে আর রেডি হতে হবে না, আর সুধাময়ী লেখা স্ক্রিপ্ট ও পাবো না হাতে, হয়তো সব কিছুরই শুরু থাকলে শেষ হয়, কিন্তু এই স্মৃতিগুলো সারা জীবন আমার মনের মনিকোঠায় থেকে যাবে, ধন্যবাদ আপনাদের অতুলনীয় ভালবাসা দেওয়ার জন্য কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ কে, ধন্যবাদ আমাকে এত দুষ্টু/শয়তান আখ্যা দেওয়ার জন্য, আপনাদের কাছ থেকে দশ মাসে যা ভালবাসা পেয়েছি তাতে আমি এবং আমার কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের গোটা টিম চিরকৃতজ্ঞ থাকব।”

প্রথম থেকেই খুব একটা টিআরপি পায়নি এই ধারাবাহিক। তবে ছোট্ট সুকৃতের অভিনয় সকলেরই বেশ ভাল লেগেছিল। অবশেষে শেষে র দিন আগত। তাই সত্যকে সহজে মেনে নিয়েই আগামী দিনে এগিয়ে যেতে চান কাঞ্চন-বান্ধবী।