Sruti-Swornendu: বাঁকুড়ার জঙ্গলে প্রেমিকের আদর, বেড়াতে গিয়ে আরও কাছাকাছি শ্রুতি-স্বর্ণেন্দু

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Jun 08, 2022 | 5:07 PM

Sruti-Swornendu: দুটো মেগার ব্যস্ত পরিচালক-প্রযোজক যক সময় বের করেন মনের মানুষের জন্য, তাঁর প্রেমিকা তাহলে কেনই প্রেমের জোয়ারে ভাসবেন না!

Sruti-Swornendu: বাঁকুড়ার জঙ্গলে প্রেমিকের আদর, বেড়াতে গিয়ে আরও কাছাকাছি শ্রুতি-স্বর্ণেন্দু
শ্রুতি-স্বর্ণেন্দুর একান্ত মুহূর্তে

Follow Us

আপাতত ভাল কাজ পাচ্ছেন না শ্রুতি দাস। কয়েকদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিলেন, ভাল কাজের প্রস্তাব না পাওয়া পর্যন্ত তিনি কোনও কাজ করবেন না। ত্রিনয়নী, দেশের মাটির নায়িকা কাজ নেই বলে দুঃখে চুপচাপ ঘরে বসে থাকার মেয়ে একেবারেই নন। নিজের নিয়মে চুটিয়ে উপভোগ করেন জীবন। আর করবেন নাই বা কেন, যাঁর জীবনে স্বর্ণেন্দু সমাদ্দারের মতো প্রেমিক রয়েছেন, তিনি তো সব সময়ই প্রেমের জোয়ারে ভাসবেনই। শ্রুতিও তাই ভাসছেন। না, তিনি সমুদ্রে বা নদীতে গিয়ে ভাসমান হচ্ছেন না, প্রেমিকের সঙ্গে গিয়েছেন জঙ্গলে।

শ্রুতির না হয় কাজ নেই, কিন্তু স্বর্ণেন্দু করছেন দুটি মেগা ধারাবাহিকের কাজ এক সঙ্গে। ‘এই পথ যদি না শেষ হয়’ ‘গৌরী এল’- দুটো ধারাবাহিকই চলছে রমরমিয়া। এই পথ-এর স্লটের সময় বদলে ৯টার প্রাইম টাইমে এসেছে। আর গৌরী এল প্রথম থেকে দর্শক মন জয় করেছে। দুটো মেগার ব্যস্ত পরিচালক-প্রযোজক যক সময় বের করেন মনের মানুষের জন্য, তাঁর প্রেমিকা তাহলে কেনই প্রেমের জোয়ারে ভাসবেন না!

দুজনে গিয়েছেন বাঁকুড়ার পাহাড়-জঙ্গলে বেড়াতে। দুজেনর রসায়নের ছবি তাঁদের সোশ্যাল মিডিয়াতে নজর রাখলেই দেখা যায়। এখন তো গিয়েছেন বেড়াতে। ভালবাসার এই সময় কাটানোর ছবি সোশ্যাল মিডিয়াতে দেবেন না, তাও কখনও হয় নাকি। দুজনেই নিজেদের সোশ্যাল পোস্টে ভাগ করেছেন একান্ত মুহূর্তের ছবি।

কলকাতার গরম থেকে বেরিয়ে গরমের ছুটিতে কাটাতে তাঁরা শুশনিয়ার পাহাড়-জঙ্গলের কোলে। নিজস্ব সময় কাটাচ্ছেন। প্রথম দিনে কালো টপ আর জিন্সে শ্রুতি, এবং জিন্সের সঙ্গে কুর্তা পরেছেন স্বর্ণেন্দু।

 

 

Next Article