সুদীপা চট্টোপাধ্যায়। একাধারে অনেকগুলো পরিচয় তাঁর। কখনও সঞ্চালনা, কখনও চিত্রনাট্য লেখা, কখনও পরিচালনা, কখনও রেস্তোরাঁর কর্ত্রী হিসেবে একা হাতে অনেকগুলো দায়িত্ব সামলান তিনি। সদ্য যোগ হয়েছে নতুন এক দায়িত্ব। নিজস্ব বুটিক শুরু করেছেন সুদীপা। সেখানের বিভিন্ন কালেকশন নিজে ফেসবুক লাইভে দেখান দর্শককে। এ বার সেখানেই এল অভিনব কিছু সম্ভার।
বুধবার সকালে ফেসবুকে নিজস্ব সম্ভারের কিছু ছবি পোস্ট করেছেন সুদীপা। তাঁর স্বামী তথা পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ডিজাইন করা নতুন নতুন ডোকরার কিছু সম্ভার থাকছে ক্রেতাদের জন্য। এই সম্ভার সাধারণ নয়। কারণ এর পিছনে সুদীপা এবং তাঁর পরিবারের কিছু বিশ্বাস জড়িয়ে আছে। তা স্পষ্ট জানিয়েছেন তিনি।
সুদীপা লিখেছেন, ‘পুজোয় এ বার মা দুর্গাকে ঘরে নিয়ে যান। ঘর আলো করে থাকবেন। সব বিপদ-আপদে,আপনার পরিবারের রক্ষা করবেন,ও আগলে রাখবেন। আর দশানন রাবণ- আপনার বাড়িতেই দশদিক থেকে আগলে রাখবে। গুপ্তশত্রু, জ্ঞাতিশত্রু, কোনওরকম চক্রান্ত, তন্ত্র-মন্ত্র, কোনওটাই কাজে লাগবে না, যদি এই মুর্তি- প্রবেশদ্বারের একদম মুখোমুখি রাখা যায়। যাতে যেই আপনার বাড়িতে ঢুকুক- প্রথমেই যেন এই রাবণে নজর যায়। ব্যাস! তাতেই কেল্লাফতে। আর এই মুর্ত্তিটির স্পেশ্যালিটি হল, এটির পিছনেও একটি মুখ আছে, যা আপনাকে গোপন শত্রুর হাত থেকে বাঁচাবে বলে আমাদের বিশ্বাস। এ ছাড়া পাবেন- রামসীতা,গণেশ, শিব, মা কালী, পুরীর গোপাল ও আরও অনেক কিছু। বিশ্বাসে মিলায় বস্তু,তর্কে বহুদুর- এই কথা মাথায় রেখেই,ছবিগুলো শেয়ার করলুম। যার ভাল লাগবে, দেখবেন।’
অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়ির পুজো বেশ বিখ্যাত। বহু নামজাদা ব্যক্তিত্ব পুজোর কোনও একটা দিন চট্টোপাধ্যায় বাড়ির পুজোতে হাজির হন। গত বছর যদিও ছবিটা আলাদা ছিল। এ বছরও সাধারণের জন্য ব্যবস্থা করা হয়তো সম্ভব হবে না। রথের দিন এই পারিবারিক পুজোর কাঠামো পুজো হয়। শিল্পীর স্টুডিওতে গিয়ে সেই কাঠামো পুজো সেরে ফেলেছিলেন দম্পতি। সঙ্গে ছিল দম্পতির একমাত্র পুত্র আদিদেব চট্টোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় কাঠামো পুজোর কিছু ছবি শেয়ার করে সুদীপা লিখেছিলেন, ‘দুগ্গা দুগ্গা বলে, শুরু হয়ে গেল বাঙালির সবচেয়ে বড় উৎসবের সূচনা। দুর্গাপুজার কাঠামো পুজো হয়ে গেল- কুমারটুলিতে, পশুপতি রুদ্র পালের ওয়ার্কশপে।’ সুদীপা, অগ্নিদেব এবং আদিদেবের পোশাকে ছিল সাদা, লালের ছোঁয়া। এই কম্বিনেশনে পোশাক পরেছিলেন সকলে। মা দুর্গা সুদীপার পরিবারকে আগলে রাখেন। দুর্গা পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন তাঁরা। তাই অগ্নিদেবের তৈরি ডিজাইনার ডোকরার দুর্গা বা রাবণ পরিবারকে বিপদের হাত থেকে রক্ষা করবে, এই বিশ্বাস তাঁদের রয়েছে। সকলে যে তাঁদের বিশ্বাসের সঙ্গে একমত হবেন, তা তো নয়। তাই তাঁদের বিশ্বাসটুকুর কথাই তুলে ধরেছেন সুদীপা। যে কেউ ভিন্ন মত পোষণ করতে পারেন।
নিজস্ব ব্যবসা নিয়ে আপাতত দারুণ ব্যস্ত সুদীপা। তার মধ্যে শুরু হয়ে গিয়েছে বাড়ির পুজোর প্রস্তুতি। তবে তার মধ্যেও একমাত্র পুত্র আদিকে সময় দেওয়াটা সুদীপার প্রায়োরিটি।
আরও পড়ুন, Sreelekha Mitra: বাবা দুম করে মরে গেল… এটা আমি মানতে পারছি না: শ্রীলেখা মিত্র