সুনীল শেট্টি, ৯০ দশকের জনপ্রিয় স্টার। যাঁর অ্যাকশন দেখার জন্য মরিয়া থাকতেন আট থেকে আশি। এবার সেই স্টারকেই দেখা যাবে জনপ্রিয় শো স্টার ভার্সেস ফুড সারভাইভ্যাল-এর পর্বে। সেখানে তিনি কেবল একা নন, তাঁর সঙ্গে থাকছেন সঞ্জয় দত্ত। এক কথায় ধামাকা জুটি। অনেকেই হয়তো জানেন না এই জুটি বলিউডে কাজের সূত্রে ভীষণ ঘনিষ্ট বন্ধু হয়ে উঠেছিলেন। তবে থেকে তাঁরা একের অন্যের পাশে থেকেছেন প্রয়োজনে অপ্রয়োজনে। এই শোয়ে স্টারদের মানসিক ক্ষমতা, শারিরিক ক্ষমতার পরীক্ষা করা হয়। মোট ১৫ কিলোমিটার এলাকার মধ্যে সবটাই খুঁজে নিতে হয়। পশু পাখির মাঝে এই সময়টা দারুণ কাটিয়েছেন তাঁরা বলে জানান সুনীল শেট্টি। আর সেই মর্মেই স্পষ্ট করে দেন যে তিনি বরাবরই সঞ্জয় দত্তের সঙ্গে থাকার বিষয়টা উপভোগ করেন। কারণ তাঁদের মধ্যে সম্পর্কটা বরাবরই ভীষণ মজবুত। তিনি এও বলে এখনকার স্টারেরা ফ্লোরে যেমন ভেনিটিভ্যানে ঢুকে বসেন, তখন বিষয়টা তেমন ছিল না।
সেই সূত্রেই সুনীল শেট্টি সঞ্জয় দত্ত প্রসঙ্গে বললেন, ”অনেকেই জানেন না যে আমার আন্না নামটা সঞ্জয় দত্তের দেওয়া। আগে আমরা সেটে একসঙ্গে খেতাম, গল্প করতাম, মজা করতাম আলোচনা করতাম, দিন দিন সেই ফ্লেভার হারিয়ে যাচ্ছে। আজ ইন্ডাস্ট্রি তার কণ্ঠ হারিয়েছে। কেউ এখন কারও পাশে দাঁড়ান না। সেই বন্ড আজ কোথায়? সেই গলার জোর এখন আর নেই। এখন সকলেই যেন খুব দুর্বল হয়ে পড়েছেন, যেন কেউ কারও হয়ে বলার নেই। তবে আমার মনে হয় এবার তা ফিরিয়ে আনার সময় এসেছে। যে পরিস্থিতি দিয়ে আমরা গেলাম, #Tag, বয়কট ডাক, আমার মনে হয়, এবার সময় এসেছে একসঙ্গে ঘুরে দাঁড়ানোর।”