Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কুন্দ্রা-কাণ্ডের রেশ কাটিয়ে শিল্পা রিয়ালিটি শো’য়ে ফেরত এলে কী করেছিলেন অনুরাগ?

সূত্রের খবর, ওই কঠিন সময়ে ‘সুপার ডান্সার ফোর’-এর টিম গোটা পর্বে শিল্পার সঙ্গে যোগাযোগ রেখেছিল। যখন শিল্পা নিজে মনে করেছেন তিনি ফের শুটিংয়ের জন্য তৈরি, তখনই তাঁর শুটিংয়ের ডেট দেওয়া হয়েছে।

কুন্দ্রা-কাণ্ডের রেশ কাটিয়ে শিল্পা রিয়ালিটি শো'য়ে ফেরত এলে কী করেছিলেন অনুরাগ?
অনুরাগ-শিল্পা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2021 | 9:21 AM

পর্নকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হতেই সব জায়গা থেকে নিজেকে সাময়িক ভাবে সরিয়ে নিয়েছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি। কিন্তু সম্প্রতি আবারও কামব্যাক হয়েছে তাঁর। যে রিয়ালিটি শো’য়ে তিনি বিচারক হিসেবে ছিলেন সেই ডান্স রিয়ালিটি শো’তেই আবার ফিরে এসেছেন তিনি, তবে একগুচ্ছ শর্তসাপেক্ষে। তাঁর ব্যক্তি জীবন নিয়ে যাতে শো’য়ে কিছু বলা না হয়, দেখানো না হয়, সেই কথাই চুক্তিতে বারেবারে উল্লেখ আছে বলে জানা গিয়েছে। শিল্পা ফিরে আসার পর টিমের বাকিদের প্রতিক্রিয়া কী ছিল? শো’র অন্যতম বিচারক অনুরাগ বসুও বা কী বলেছিলেন? মুখ খুললেন অনুরাগ।

তাঁর কথায়, “আমি ওকে জড়িয়ে ধরেছিলাম। আমরা সবাই ওকে জড়িয়ে ধরেছিলাম। কী নরকযন্ত্রণার মধ্যে দিয়ে ওকে যেতে হয়েছে তা তো আমরা জানি না। এত কিছু হয়েছে যে কী হয়েছে সে কথা ওকে জিজ্ঞাসা করিনি। ওই প্রসঙ্গ নিয়ে কোনও কথাও বলিনি।”

সূত্রের খবর, ওই কঠিন সময়ে ‘সুপার ডান্সার ফোর’-এর টিম গোটা পর্বে শিল্পার সঙ্গে যোগাযোগ রেখেছিল। যখন শিল্পা নিজে মনে করেছেন তিনি ফের শুটিংয়ের জন্য তৈরি, তখনই তাঁর শুটিংয়ের ডেট দেওয়া হয়েছে। শুধু পরিবার এবং সন্তানদের জন্য নয়, নিজের জন্যও কাজে ফিরতে চেয়েছিলেন শিল্পা। সুপার ডান্সার টিম তাঁকে এত সুন্দর ভাবে অভ্যর্থনা জানিয়েছেন, তা দেখে আপ্লুত শিল্পা ইমোশনাল হয়ে পড়েন বলেও খবর। গত শুক্রবার নিজের ইনস্টা পোস্টে এক অর্থবহ কোট শেয়ার করেছিলেন শিল্পা।

চলচ্চিত্র শিল্পী সোফিয়া লরেনের একটি কোট শেয়ার করে শিল্পা লিখেছিলেন তিনি ভুল করেছেন। যদিও ভুল করা যে ‘ওকে’ সে কথাও লিখেছিলেন শিল্পা। ইনস্টা স্টোরিতে যে পোস্ট তিনি দিয়েছিলেন তাতে লেখা ছিল, ভুল না করলে জীবন আকর্ষক হয় না। ভুল হবেই। ভুল হল এমন একটি জিনিস যা আমরা ভুলে যেতে চাই। কারণ, তা থেকে আমরা অনেক কিছু শিখি।” পোস্টে আরও লেখা, “আমি ভুল করব। কিন্তু আমি নিজেকে ক্ষমা করব ও তা থেকে শিক্ষা নেব।” যদিও শিল্পা নিজের কোন ভুলের কথা বলতে চেয়েছেন তা স্পষ্ট নয়।

১৯ জুলাই, ২০২১। এক লহমায় অনেকটাই বদলে গিয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির জীবন। পর্ন ভিডিয়ো তৈরি এবং একটি অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করার অভিযোগে সে দিন শিল্পার স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। শিল্পা এই ঘটনায় সরাসরি জড়িত কি না, তার এখনও কোনও প্রমাণ পায়নি পুলিশ। তবে তদন্তের স্বার্থে তাঁকেও জেরা করা হয়েছে বেশ কয়েক বার।