জ্যোতি বসুকে ছবি থেকে ‘ক্রপ’ কেন? লাগাতার ট্রোলিংয়ে অবশেষে মুখ খুললেন প্রসেনজিৎ
ঘটনার সূত্রপাত ২৬ অগস্ট। মাদার টেরেসার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। লিখেছিলেন 'মাদার'-এর সঙ্গে তাঁর সাক্ষাতের অভিজ্ঞতার কথা। যে ছবি তিনি পোস্ট করেছিলেন তাতে তিনি মাদার টেরেসা ছাড়াও ফ্রেমে একজন ছিলেন যার শুধু একটি হাত দৃশ্যমান ছিল।
দিন কয়েক ধরেই সরগরম ছিল নেটপাড়া। একের পর এক ট্রোলে বিদ্ধ হচ্ছিলেন ইন্ডাস্ট্রির নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নেপথ্যে একটি ছবি। নায়কের বিরুদ্ধে অভিযোগ ছিল ইচ্ছাকৃত ভাবে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে ছবি থেকে ‘ক্রপ’ করে দিয়েছেন তিনি। চলছিল ট্রোলিংও। এবার এই লাগাতার ট্রোলিংয়ে মুখ খুললেন প্রসেনজিৎ।
ঘটনার সূত্রপাত ২৬ অগস্ট। মাদার টেরেসার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। লিখেছিলেন ‘মাদার’-এর সঙ্গে তাঁর সাক্ষাতের অভিজ্ঞতার কথা। যে ছবি তিনি পোস্ট করেছিলেন তাতে মাদার টেরেসা ছাড়াও ফ্রেমে একজন ছিলেন যার শুধু একটি হাত দৃশ্যমান ছিল। সেই ছবির ক্যাপশনে প্রসেনজিৎ লিখেছিলেন, “মাদার টেরেসার উপস্থিতিতে ও তাঁর কথায় যাবতীয় দুঃখ যেন ধুয়ে মুছে যায়। তাঁর আশীর্বাদ পেয়ে আমি ধন্য।” তিনি ওই ছবি পোস্ট করতেই নেটিজেনদের একটা বড় অংশ গোটা ছবিটি পোস্ট করে একের পর এক মন্তব্যে ‘তুলোধনা’ করতে থাকেন অভিনেতাকে। সম্পূর্ণ ছবিতে দেখা যায় মাদার টেরেসার পাশেই বসে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। যে হাতটি ‘ক্রপ’ ছবিতে দেখা যাচ্ছে সেটি আদপে তাঁরই।
শাসক দলের বদান্যতা পেতেই প্রসেনজিৎ বাদ দিয়েছেন জ্যোতিবাবুকে– এ অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। একের পর এক নেতিবাচক ভরে উঠতে থাকে অভিনেতার কমেন্ট সেকশন। এর পরেই এ দিন সম্পূর্ণ ছবিটি দিয়ে আর একটি পোস্ট করেন প্রসেনজিৎ। ঠিক কী কারণে তিনি ক্রপ করা ছবি পোস্ট করেছেন তাও বিশদে জানালেন অভিনেতা। তিনি লেখেন, “সাধারণত আমি ট্রোলের উত্তর দিই না। কিন্তু এ ক্ষেত্রে যে মানুষদের নিয়ে কথা হচ্ছে তাঁরা আমার শ্রদ্ধেয়।” তিনটি পয়েন্ট আলাদা আলাদা করে উল্লেখ করেছেন প্রসেনজিৎ। তিনি লেখেন, “আমি ছবিটি ক্রপ করিনি। এটা একটি ফরওয়ার্ড করা ছবি, যা বহু দিন আগে আমি পেয়েছিলাম। মাদার টেরেসার জন্মদিন উপলক্ষে ছবিটি শেয়ার করেছিলাম।” অভিনেতা আরও যোগ করেন, “দ্বিতীয়ত, শুধুমাত্র মাদার টেরেসার উপর সম্মান প্রদর্শন ছাড়া ওই ছবি পোস্টে আমার আর কোনও উদ্দেশ্য ছিল না।”
এখানেই থামেননি তিনি। সরকারকে ‘খুশি’ করার যে অভিযোগ তাঁর উপর উঠেছে সেই অভিযোগের ভিত্তিতেই প্রসেনজিৎ আরও লেখেন, “আমি বিশ্বাস করি কোনও রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি শেয়ার করলেই সেই ব্যক্তি ওই পার্টির অন্তর্গত হয়ে যায় না। বা ওই বিশেষ দলকে ঘৃণা করছে এমনটাও বোঝায় না।” সেই কারণেই কমেন্ট বক্সে পাওয়া গোটা ছবিটি তিনি আবারও পোস্ট করছেন বলে জানিয়েছেন অভিনেতা।
যে ছবি তিনি পোস্ট করেছেন তাতে জ্যোতি বসু তো রয়েছেনই, দেখা যাচ্ছে অভিনেত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী দেবশ্রী রায়কেও। যা দেখে নেটিজেনদের একাংশ আবার প্রশ্ন তুলেছেন দেবশ্রী রায় ছিলেন বলেই কি ওই দিকটা ক্রপ করে দিয়েছিলেন? যদিও সে বিষয়ে নিরুত্তর থেকেছেন অভিনেতা।