Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইউনূসের চেয়ারে বসতেন এই ব্যক্তিই, যাঁর নাকি নিউ ইয়র্কে ১০টা বাড়ি, সম্পত্তি হাজার কোটির!

Bangladesh: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন আসিফ নজরুল। যথেষ্ট প্রভাবশালী তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারেরও কি প্রধান হওয়ার কথা ছিল তাঁর?

ইউনূসের চেয়ারে বসতেন এই ব্যক্তিই, যাঁর নাকি নিউ ইয়র্কে ১০টা বাড়ি, সম্পত্তি হাজার কোটির!
ইউনূসের বদলে কে হতেন অন্তর্বর্তী সরকারের প্রধান?Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Updated on: Mar 27, 2025 | 3:21 PM

ঢাকা: মহম্মদ ইউনূস নয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার কথা ছিল আসিফ নজরুলের? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন আসিফ নজরুল। যথেষ্ট প্রভাবশালী তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারেরও কি প্রধান হওয়ার কথা ছিল তাঁর? এই নিয়ে এবার তিনি নিজেই মুখ খুললেন।

বাংলাদেশের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার জল্পনাকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলেই উড়িয়ে দিলেন আসিফ নজরুল। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন-শৃঙ্খলা ও সংসদ বিষয়ক উপদেষ্টা তিনি। নাগরিক আন্দোলনেরও অন্যতম মুখ ছিলেন। তাহলে কেন সরকারের প্রধান হলেন না তিনি?

এই প্রশ্নের উত্তরে আসিফ নজরুল বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে আমার নাম কখনও আসেনি। ৫ অগস্টের রাতে বঙ্গ ভবনে যখন আমি, নাহিদ, মাহমুদের সঙ্গে দেখা হয়, তখন আমি ভেবেছিলাম স্যর (মহম্মদ ইউনূস) রাজি হবেন না। আমি সালাউদ্দিন স্যার, ওয়াহিদ্দুর মাহমুদ স্যারের কথা বলেছিলাম।”

তিনি আরও বলেন, “অন্য একটা পক্ষ থেকেও ৬ তারিখ সকালে আমার সঙ্গে দেখা করা হয়েছিল, তখনও প্রশ্ন করা হয়েছিল যে ইউনূস স্যর ছাড়া আর কে অন্তর্বর্তী উপদেষ্টা হতে পারেন। সেখানেও আমার নাম আসেনি। এটা সম্পূর্ণ গুজব।”

বাংলাদেশে এই গুজব ছড়ানোর পিছনেও কারণ ব্যাখ্যা করেন তিনি। বলেন, “আসলে ১৫ বছর আমরা বাক স্বাধীনতায় অভ্যস্ত ছিলাম না। তাই এখন যে যা পারছে, বলছে। একদিন সকালবেলায় শুনি, আমি ১ হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছি। তিনবার আমেরিকা পালিয়ে গিয়েছি। আর নিউ ইয়র্কে মনে হয় ১০-১২টা বাড়ি কিনে ফেলেছি। যার যা মুখে আসছে বলছে।”