US Stealth Fighter Jet: ভারত মহাসাগরে উড়ছে মার্কিন যুদ্ধ-বিমান, স্থানীয় দ্বীপে বেঁধেছে ঘাঁটিও! নতুন কোনও ফন্দি আঁটছেন ট্রাম্প?
US Stealth Fighter Jet: কিন্তু হঠাৎ কেন এই যুদ্ধবিমান নিয়ে কথা উঠছে? কারণ, এবার ভারত মহাসাগরে দেখা মিলছে, এই বিমানটির। এমনকি, সেখানের একটি দ্বীপে ঘাঁটিও বেঁধেছে তারা।

ওয়াশিংটন: বলা হয়, মার্কিন সেনায় সবচেয়ে ক্ষমতাবান কিছু যুদ্ধবিমানের মধ্যে এটি অন্যতম। অত্য়াধুনিক প্রযুক্তি, অন্যরকম লুক। হাওয়াকে ভেদ করে এগিয়ে যায় শত্রুর দিকে। এমনকি, এই যুদ্ধবিমানের হদিশ পেতেও বেশ বেগ পেতে হয় যে কোনও দেশকে।
কিন্তু হঠাৎ কেন এই যুদ্ধবিমান নিয়ে কথা উঠছে? কারণ, এবার ভারত মহাসাগরে দেখা মিলছে, এই বিমানটির। এমনকি, সেখানের একটি দ্বীপে ঘাঁটিও বেঁধেছে তারা। তবে কি নতুন কোনও কৌশল আঁটছেন মার্কিন প্রেসিডেন্ট? বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত।
সম্প্রতি, ইয়েমেনের হুথি বাহিনীর বিরুদ্ধে হুঙ্কার তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘হুথি গোষ্ঠীর করা প্রতিটা হামলাকে, আমরা ইরানের করা হামলা হিসাবেই দেখব। এমনকি, তাদের সেই পরিণামও ভুগতে হবে।’ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের এমন হুঙ্কারের অন্যতম কারণ হল, সেই দেশের হুথি বাহিনীর প্রতি ‘চোখ বন্ধ করে’ করা সমর্থন। যার জেরে চটছে আমেরিকা।
উল্লেখ্য, এই হুঁশিয়ারির ৪৮ ঘণ্টার মধ্যেই ভারত মহাসাগরের বুকে উড়তে দেখা গিয়েছে, সেই ভয়ঙ্কর যুদ্ধবিমানকে। এমনকি, ব্রিটিশ সরকার আওতাধীন দ্বীপ ডিয়েগো গ্রাসিয়াতেও ঘাঁটি বাঁধতে দেখা গিয়েছে মার্কিন বায়ুসেনাকে। কিন্তু এই ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন দ্বীপেই কেন নামল আমেরিকার বায়ুসেনা? ওয়াকিবহাল মহল জানাচ্ছে, অতীতেও মধ্যপ্রাচ্যকে ‘ভয় দেখাতে’ এই দ্বীপেই ঘাঁটি বাঁধতে দেখা গিয়েছে তাদের। নতুন বছরে আবার ইরানের ‘বাড়াবাড়ি’ বন্ধ করতে মাঠে নেমে পড়ল ট্রাম্পের সেনা।
প্রসঙ্গত, গতকালই আবার মার্কিন এক সংবাদমাধ্যম, কীভাবে সেনা হুথিদের উপর হামলার পরিকল্পনা এঁটেছে, সেই নিয়ে বিরাট তথ্য ফাঁস করেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ই মার্চ ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর উপর হামলা চালানো পরিকল্পনা কষেছিল মার্কিন সেনা। এই প্রসঙ্গে একটি চ্যাটের স্ক্রিনশটও তুলে ধরেছে তারা। যেখানে দেখা গিয়েছে, কীভাবে হামলা চলবে? কী যুদ্ধবিমান ব্যবহার হবে? সব কিছু নিয়েই আলোচনা করছে মার্কিন আধিকারিকরা।





