তারাক মেহতা কা উল্টা চশমা (Taarak Mehta Ka Ooltah Chashmah) ধারাবাহিক দীর্ঘদিন ধরে দর্শকের মনে জায়গা করে রেখেছে। অনবদ্য এই পারিবারিক ধারাবাহিক ঘিরে দর্শক মনে উত্তেজনা পারদ বরাবরই থাকে তুঙ্গে। বিভিন্ন চরিত্রের বিভিন্ন ধরন যেন সকলের কাছে বড্ড বেশি প্রিয়। সে জেঠা লালই হোক বা তারাক মেহেতা। তবে দীর্ঘদিন ধরে এই ধারাবাহিক টিআরপি রেটিং (Serial TRP) এর শীর্ষে থাকলেও শেষ কয়েকদিনে একাধিক রদবদল ঘটে। যা নিয়ে ভক্তরা একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছে। কখনও পাল্টে গিয়েছে দয়ার চরিত্র, কখনও আবার তারক মেহেতা অর্থাৎ শৈলেশ লোধার (Shailesh Lodha) ধারাবাহিক ছাড়ার খবরে পড়েছেন দর্শকেরা। কেউ বাড়িয়েছেন পারিশ্রমিক কেউ আবার চরিত্রে তেমন কিছু নতুন করার নেই বলেই বিদায় নিয়েছেন ধারাবাহিক থেকে।
শৈলেশ লোধা অর্থাৎ পর্দায় তারক মেহতা এই মর্মেই ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর কথায় এই চরিত্রের নতুন করে আর কিছু করার ছিল না। তিনি অভিনেতা হিসেবে নিজেকে আরও একটু এক্সপ্লোর করতে চান। সেই কারণেই সরে দাঁড়ালেন এই ধারাবাহিক থেকে। এরপরই ভক্তদের মন খারাপ বাড়ে রাতারাতি। সকলেই অপেক্ষায় রয়েছে যদি কোনও কারণে আবারও পর্দায় ফেরেন তারেক মেহেতা। সম্প্রতি ধারাবাহিকের পরিচালক মালাব রাজদা একটি সেলফি শেয়ার করেন যেখানে শৈলেশ লোধাকে উপস্থিত থাকতে দেখা যায়।
পরিচালক এই পোস্টটি শেয়ার করে লিখেছেন, সেটে তিনি সব থেকে বেশি জ্বালাতন করতেন শৈলেশ লোধা অর্থাৎ তারাক মেহেতাকে। সকলের প্যাকআপ হলেও সেটে কেবল থেকে যেতে হতো তারাক মেহেতাকে। তবে এটা অত্যাচার নয়, এর জন্য মোটেও ছাড়েননি ধারাবাহিক অভিনেতা শৈলেশ লোধা। বরং পরিচালকের এই পোস্ট স্পষ্ট ইঙ্গিত দেয় তিনি কতটা নির্ভরশীল ছিলেন এই অভিনেতার ওপর। তারই পোস্ট দেখামাত্রই মুড়ি-মুরকির মতো ভক্তরা লিখতে শুরু করেন তারাক মেহেতাকে যেন দয়া করে পর্দায় ফিরিয়ে আনা হয়। সকলের অনুরোধে এদিন ভরে যায় সোশ্যাল মিডিয়া পোস্ট। যদিও কমবেশি সকলেরই জানা এই মর্মে সকল চেষ্টাই ইতিমধ্যে করেছেন পরিচালক। শৈলেশ লোধাক এই চরিত্রে আপাতত ফিরতে নারাজ।