খাটের উপর বসে রয়েছেন ‘গুনগুন’। ওরফে অভিনেত্রী তৃণা সাহা। ‘গুনগুন’-এর লুকে তিনি। জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’তে এ ভাবেই তাঁকে দেখছেন দর্শক। বিছানার উপর গুছিয়ে বসে ইকির মিকির খেলছেন অভিনেত্রী! সঙ্গী পরিচালক।
শটের ফাঁকে এ ভাবেই মজা করেন তৃণা। তার প্রমাণ আগেও পেয়েছেন দর্শক। এ বার অবশ্য তৃণার সহ অভিনেতা কৌশিক রায় বলছেন, ‘কোনও কাজ নেই, ডিরেক্টর আর আর্টিস্ট ফ্লোরে গেম খেলছে’। এ নিছকই মজার মন্তব্য কৌশিকের। তেমনটাই মনে করছেন অনুরাগীদের বড় অংশ।
এ ভাবেই নিজের মধ্যে শিশু মনকে বাঁচিয়ে রাখেন তৃণা। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি অনুরাগীদের পছন্দের ছোটবেলার খেলা সম্পর্কে জানতে চেয়েছেন।
লকডাউনের কারণে বেশ কিছু ধারাবাহিকের শুটিং বন্ধ ছিল। কিছু ধারাবাহিকের কাজ বাড়ি থেকে করেছেন শিল্পীরা। আর তা নিয়েই প্রোডিউসার, ফেডারেশনের দ্বন্দ্ব চরমে ওঠে। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে আলোচনায় বসে সব পক্ষ। তারপরই কোভিড বিধি মেনে শুটিং শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত শুক্রবার ফের শুটিং ফ্লোরে ফিরে TV9 বাংলাকে তৃণা বলেন, “ফাইনালি ঠিক মতো কাজ শুরু করতে পেরে ভাল লাগছে। সব রকম করোনা স্বাস্থ্যবিধি মনে কাজ হচ্ছে। ‘গুনগুন’কে ‘খড়কুটো’তে ঠিক আগের মতোই দেখতে পারবেন দর্শক। আমি সকলকে বলতে চাই, এখনও কিন্তু করোনা চলে যায়নি। ফলে যতটা সম্ভব বাড়িতে থাকুন। প্রয়োজনে বেরলে সব রকম নিয়ম মেনে চলুন।”
আরও পড়ুন, মিউজিক ইন্ডাস্ট্রিতে কীভাবে শিল্পীর অপমান হয়, ব্যখ্যা করলেন শানু