ঘূর্ণিঝড়ে উপড়ে যাওয়া গাছের সঙ্গে নাচ, পোজ দিয়ে ছবি! ব্যাপক ট্রোল্ড দীপিকা

May 19, 2021 | 9:49 PM

তাঁর ক্যাপশনে আশার বাণী থাকলেও শান্ত থাকতে পারেননি নেটিজেনদের একটা বড় অংশ ক্ষোভ উগরে দিয়েছে অভিনেত্রীর উপর। তাঁদের প্রশ্ন, "এত মানুষকে কেড়ে নিল ঘূর্ণিঝড় সেখানে আপনি নাচ করছেন?"

ঘূর্ণিঝড়ে উপড়ে যাওয়া গাছের সঙ্গে নাচ, পোজ দিয়ে ছবি! ব্যাপক ট্রোল্ড দীপিকা
ট্রোল্ড দীপিকা

Follow Us

আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করেই গুজরাট এবং মহারাষ্ট্রের উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় তাউটে। হাওয়ার গতিবেগ ছিল প্রতিঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এরই মধ্যে বাড়ির সামনে ঝড়ে ভেঙে পড়া গাছকে জড়িয়ে নাচের ভঙ্গিতে পোজ দিয়ে ব্যাপক ট্রোলড হলেন অভিনেত্রী দীপিকা সিং।

বেশ কয়েকটি ছবি এবং নাচের ভিডিয়ো শেয়ার করেছেন দীপিকা। তাতে দেখা যাচ্ছে খালি পায়ে রাস্তায় নেমে বৃষ্টিস্নাত হয়ে নাচছেন তিনি। আবার কোনও ছবিতে রাস্তায় ভেঙে পড়া গাছকে জড়িয়েছেন বাহুবন্ধনে। ক্যাপশনে লিখেছিলেন, “ঝড়কে শান্ত তুমি করতে পারবে না। তাই চেষ্টাও কোরো না। তার চেয়ে বরং নিজেকে শান্ত কর। প্রকৃতিকে আপন করে নাও। কারণ এই অন্ধকার সময় কেটে যাবে।”


তাঁর ক্যাপশনে আশার বাণী থাকলেও শান্ত থাকতে পারেননি নেটিজেনদের একটা বড় অংশ ক্ষোভ উগরে দিয়েছে অভিনেত্রীর উপর। তাঁদের প্রশ্ন, “এত মানুষকে কেড়ে নিল ঘূর্ণিঝড় সেখানে আপনি নাচ করছেন?” আর একজন লিখেছেন, “ভেঙে পড়া গাছকে জড়িয়ে ছবি তোলা তো আপনার জন্যও বিপদজনক।” কেউ কেউ আবার কোভিড পরিস্থিতিতে মাস্ক না পরে, খালি পায়ে দীপিকার রাস্তায় নেমে আসার ঘটনাকেও একেবারেই ভাল চোখে নেননি। যদিও দীপিকা এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি।

আরও পড়ুন- শ্রীময়ীতে ফিরছেন ‘জুন আন্টি’

Next Article