Splitsvilla X4 Urfi Javed: ডেটিং রিয়ালিটি শো-তে গিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক, সাজানো নয়, প্রেম বাস্তব, বিস্ফোরক উরফি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 04, 2022 | 1:21 PM

Reality Show: তার এই ক্রিয়েটিভিটিকে কেউ করেন প্রশংসা, কেউ আবার কড়া ভাষায় সমালোচনাও করেন। যদিও উরফি এই বিষয়ে বিন্দুমাত্র মাথা ঘামাতে চান না।

Splitsvilla X4 Urfi Javed: ডেটিং রিয়ালিটি শো-তে গিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক, সাজানো নয়, প্রেম বাস্তব, বিস্ফোরক উরফি

Follow Us

সোশ্যাল মিডিয়ায় উরফি জাভেদের (Urfi Javed) দাপট কমবেশি সকলেরই জানা। তাঁর অনবদ্য ফ্যাশন স্টেটমেন্ট এক কথায় সকলের নজর কাড়ে। কোনও কিছুই তাঁর পোশাকের মেটিরিয়ালের তালিকা থেকে বাদ পড়ে না। যে কোনও জিনিস দিয়েই তিনি পোশাক বানিয়ে ফেলতে সিদ্ধ হস্ত। সোশ্যাল মিডিয়ায় (Social Media Viral) এতদিনে তিনি তাঁর বিষয়ে এই একটা ধারণাকে সত্য প্রমাণ করে দিয়েছেন। তবে তার এই ক্রিয়েটিভিটিকে কেউ করেন প্রশংসা, কেউ আবার কড়া ভাষায় সমালোচনাও করেন। যদিও উরফি এই বিষয়ে বিন্দুমাত্র মাথা ঘামাতে চান না। মাঝেমধ্যেই মেজাজ হারিয়ে ট্রেলারদের উত্তর দিয়ে ফেললেও, তিনি জানেন তিনি কী করছেন এবং কেন করছেন।

বিগ বস খ্যাত এই ভাইরাল কুইন এবার স্প্লিৎস ভিলা ১৪-এ জায়গা করে নিয়েছেন। শুধু তাই না, ডেটিং এই রিয়ালিটি শো-এ এসে খুঁজে পেয়েছেন তাঁর মনের মানুষকেও। তার চর্চিত প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের খবর কানা ঘুষো শোনা গিয়েছিল তার জন্মদিনের কিছুদিন আগে থেকেই। এবার জনসমক্ষে স্প্লিৎস ভিলা ১৪-এর প্রতিটা পর্ব যতই এগোচ্ছে, ততই যেন স্পষ্ট হয়ে যাচ্ছে উরফির মনে জায়গা করে নিয়েছে নতুন পুরুষ। তিনি হলেন রিয়েলিটি শো স্টার কশিস ঠাকুর। কাশিস প্রথম থেকেই উরফির সঙ্গে জোট বেঁধেছেন।

যদিও প্রথম টাস্ক-এর আগে মনোমালিন্য হলেও পরবর্তীতে তা দুজনেই মিটিয়ে নেন। এখন দিব্যি চলছে, মন দিবানেমার পালা। কথায় কথায় সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে উরফি একপ্রকার কাশিসকে জিজ্ঞাসা করেই বসেন তাঁর পরিবার গ্রহণ করবে কি না। কাশিস শুনে নির্দ্বিধায় উত্তর দিয়ে দেন- অবশ্যই করবেন। এখান থেকেই বোঝা যায় উরফি, এই সম্পর্কের প্রতি কতটা সততা দেখাচ্ছেন। যদিও এই রিয়ালিটি শো-র সত্যতা প্রসঙ্গে প্রশ্ন উঠেছে বহুবার। অধিকাংশ সময়ই শোনা যায় যা যা দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে তাঁর সিংহভাগই চিত্রনাট্যের অংশ নয়। এমন নয়, এবার এই বিষয় মন্তব্য করলেন উরফি জাভেদ। তাঁর কথায় এই শো-তে যা যা করছে বা যা যা দেখছেন দর্শকেরা সবটাই বাস্তব। ফলে তাঁর প্রেমটাও।

Next Article