Urfi Javed Secrets: গলা পর্যন্ত দেনা, পোশাক ধার করে পরতেন আজকের ‘ফ্যাশনিস্তা’ উরফি জাভেদ

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 09, 2022 | 6:16 PM

Urfi Javed: কটূক্তির মধ্যেও সর্বদা হাসিখুশি থেকেছেন উরফি। ফ্যাশন বজায় রেখেছেন নিজ ছন্দে। কিন্তু আপনি কি জানেন, আজকের উরফির অতীত কেমন ছিল?

Urfi Javed Secrets: গলা পর্যন্ত দেনা, পোশাক ধার করে পরতেন আজকের ফ্যাশনিস্তা উরফি জাভেদ
উরফি জাপাল্টা মন্তব্য করতে শোনা যায়, যে তিনি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতেও পিছপা হবেন না। দিয়েছেনও অনেককে। যাঁরা যাঁরা পোশাক কিনে দেওয়ার কথা বলেছেন। ভেদ।

Follow Us

উরফি জাভেদের ফ্যাশন ও পোশাক নিয়ে অনেক কথাই চলে সারাক্ষণ। তাঁর ফ্যাশন আলোচনার বিষয়বস্তু। যেদিন থেকে ছক ভেঙে পোশাক পরতে শুরু করেছেন উরফি, সেদিন থেকেই তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। তিনি লাইমলাইটে চলে এসেছেন। উরফিও সেটিকে ইউএসপি হিসেবে বেছে নিয়েছেন। কেউ তাঁকে সাহসী বলেছেন, কেউ করেছেন কটাক্ষ। কটূক্তি-বিদ্রুপের মধ্যে কোনওদিনও নিজের মুখের হাসি হারাননি উরফি। সর্বদা হাসিখুশি থেকেছেন। ফ্যাশন বজায় রেখেছেন নিজ ছন্দে। কিন্তু আপনি কি জানেন, আজকের উরফির অতীত কেমন ছিল?

কেমন ছিল উরফির অতীত?

খুব একটা ভাল ছিল না সেই অতীত। বিগ বসের বাড়িতে প্রবেশ করেই তাঁর ভাগ্য ফিরেছে যদিও। স্বীকার করেন উরফি নিজেও। তার আগে দীর্ঘ ৮ বছর অর্থাভাবে ভুগেছিলেন উরফি। গলা পর্যন্ত ডুবে ছিলেন দেনায়। বিগ বসের বাড়িতে ঢোকার আর্থিক সামর্থ্যও ছিল না তাঁর কাছে। ‘ফ্যাশনিস্তা’ উরফি সাক্ষাৎকারে বলেছেন, বিগ বসে পরার জন্য তাঁকে পোশাক ধার করতে হয়েছিল। যেহেতু তিনি কেবলই এক সপ্তাহ ছিলেন শোয়ে, টাকাপয়সাও আয় করতে পারেননি সেখান থেকে।

অনেকে কটূক্তি করেন, নিজের সম্পর্কে ভাল-ভাল কথা বলানোর জন্য উরফিকে নাকি পয়সা দিতে হয়েছে সংবাদমাধ্যমকে। এই অভিযোগ শোনার পর উরফি জানিয়েছেন, কীভাবে তিনি তাঁদের পয়সা দেবেন, তাঁর নিজের কাছেই কোনও অর্থ ছিল না।

উরফি বলেছেন, যে ধরনের অদ্ভুত পোশাক তিনি পরেন, তাতে তাঁর নিজেরই খুব বেশি আত্মবিশ্বাস থাকে না। অনেক সময় তিনি নিজেই ঘাবড়ে থাকেন। তিনি বলেছেন, তিনি আত্মবিশ্বাস ‘ফেক’ (পড়ুন মিথ্যা) করেন।

Next Article
Mahalaya Song: ‘মহিষাসুরমর্দিনী’ উপলক্ষে দেবজ্যোতি মিশ্রের নতুন সঙ্গীতের আয়োজন তরুণ তুর্কীদের নিয়ে