Viral Urfi: ‘জানেন আমি কে?’ উরফিকে ‘না’ বলতেই চরম বিপত্তি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 30, 2023 | 7:30 PM

Viral Video: উরফি জাভেদ, ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই সেলেবের প্রতিটা পোস্টে কিছু না কিছু নতুন থাকে। সম্প্রতি একাধিক শো-তে উপস্থিত হতে দেখা যাচ্ছে ভাইরাল কুইন উরফি জাভেদকে।

Viral Urfi: জানেন আমি কে? উরফিকে না বলতেই চরম বিপত্তি

Follow Us

উরফি জাভেদ এখন যথেষ্ট জনপ্রিয়। গোটা দেশ তাঁকে এক কথায় ভাইরাল কুইন নামেই চেনেন। তাঁর ছকভাঙা পোশাক কখনও প্রশংসা কুড়োয়, কখনও আবার কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। তাই বলে এ কী কাণ্ড? রীতিমত চরাও হলেন উরফি জাভেদ। গাড়ি থেকে নেমে এক রেস্তোরাঁতে প্রবেশ করতেই ঘটল বিপত্তি। নেই জায়গা, অনলাইনে বুকিং করুন। রিসেপশনিস্ট এমনটাই জানিয়ে দিলেন উরফিকে। এরপরই বেজায় রেগে গেলেন উরফি জাভেদ। ক্যামেরার সামনেই বললেন, আপনি জানেন আমি কে? আমি উরফি জাভেদ। ভেতরে গিয়ে বলুন আমি এসেছি, জায়গা হয়ে যাবে। তাতেও কাজ না হওয়ায় তিনি রীতিমত গর্জে উঠলেন। বললেন তাঁর পোশাকের জন্য তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ তিনি অতিরিক্ত জায়গা নিয়ে বসবেন।

মুহূর্তে ভাইরাল হয় এই ভিডিয়ো। উরফি জাভেদ, ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই সেলেবের প্রতিটা পোস্টে কিছু না কিছু নতুন থাকে। সম্প্রতি একাধিক শো-তে উপস্থিত হতে দেখা যাচ্ছে ভাইরাল কুইন উরফি জাভেদকে। তাঁর প্রতিটা লুকই রাতারাতি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। দীর্ঘ চর্চিত এই লুকে বারে বারে কটাক্ষের শিকার হলেও তিনি তাঁর যুক্তিতে স্পষ্ট, তাঁর যা ইচ্ছে তিনি তাই পরবেন। তার বাইরে কেউ তাঁকে কোনও উপদেশ দিলে শুনতে নারাজ উরফি জাভেদ। তবে স্পষ্ট কথা বরাবরই বলে থাকেন উরফি জাভেদ। বরাবরই তাঁর মন্তব্য উঠে আসতে দেখা যায় চর্চায়। ফ্যাশন স্টেটমেন্ট তিনি পাল্টে ফেলতে নারাজ। তা তিনি স্পষ্ট জানিয়ে দিতে দ্বিতীয়বার ভাবেন না।

বারে বারে সমালোচনার শিকারও হয়েছেন তিনি। কটাক্ষের শিকার হওয়াতে তাঁর কোনও আপত্তি নেই। তবে তাঁকে নিয়ে যদি কোনও মিথ্যে রটনা রয়ে যায়, তবে তিনি সেই প্রসঙ্গে মুখ খুলতে বিন্দুমাত্র সময় নেয় না। উরফি জাভেদ এবারও ঠিক তেমনটাই করলেন। তিনি জানেন তাঁর পোস্ট সামনে আসা মাত্রই তা নিয়ে রীতিমত ময়নাতদন্ত চলতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এবারও তার ব্যতিক্রম হল না।