বর্তমানে উরফি জাভেদ ফ্যাশন স্টেটমেন্ট-এর পাশাপাশি প্লিট্সভিলা ডেটিং শো-এর জন্যও চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন। এমটিভি খ্যাত এই ডেটিং শো বরাবরই বেশ চর্চিত নেটপাড়ায়। এই ডেটিং শো-এর চলতি সিজনের শুরুতেই উপস্থিত থাকতে দেখা যায় উরফি জাভেদকে। যদি উরফি এই শো-এর প্রতিযোগী ছিলেন না। বেশ কয়েকটা এপিসোড-এর পর জানা যায় তিনি শো-তে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন। তবে এই শোতে এসে যেটুকু ফ্রেমবন্দি হয়েছেন উরফি, সেখানে তিনি বারে বারে একটি বার্তা তাঁর ভক্তদের দিতে চেয়েছেন, তাঁর সম্পর্কে যা শোনা যায়, যেটুকু মন্তব্য করা হয়, সবটা সত্যি নয়। ফ্যাশন সম্পর্কেও তিনি জানান, অনেকেই তাঁর পোশাককে উগ্র ও অশ্লীল বলে মনে করেন।
তাঁদের উদ্দেশেও উরফি বার্তা দেন, যাঁদের পছন্দ নয়, তাঁরা দেখবেন না। তিনি কখনওই কারও-র উদ্দেশে বলেননি– তাঁর ফ্যাশন স্টেটমেন্টকে ফলো করতে। তিনি কখনও-ই নগ্নতাকে ফ্যাশনের ক্ষেত্রে প্রশ্রয় দেন না। যদি তাই হয়, তবে এক সম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করলেন, যেখানে তাঁর শরীরের উর্ধাঙ্গে থাকলো না একটি সুঁতোমাত্র। এক হাতে প্লেট অন্য হাতে গ্লাস, এই দুইয়ের মাধ্যমে থাকলেন তিনি স্তন।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখা মাত্রই রে রে করে উঠলো নেটপাড়া। স্পষ্ট প্রশ্ন তুলল নেটিজ়েনরা পোশাক যা দিয়েই তৈরি হোক না কেন, এ ক্ষেত্রে তো কিছুই নেই, তবে এটা নগ্নতা নয়? স্কার্ট-এর ওপর উন্মুক্ত শরীর, দিন-দিন উরফি নিজের ফ্যাশন স্টেটমেন্ট এর নামে এ কেমন ছবি সোশ্যাল মিডিয়ার পোস্ট করছেন, তাও জানতে চেয়ে প্রশ্ন তোলেন এদিন নেটিজেনরা। যদিও উরফি এই বিষয় কোনও মন্তব্যি করতে পছন্দ করেন না বর্তমানে। ডেটিং শো-এ এক প্রতিযোগীর উদ্দেশে তিনি জানান, ‘একবার সার্চ করে দেখে নিও, উরফি জাভেদ কে…!’