Urfi Javed Controversy: ‘আমায় আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে’, রাজনৈতিকবিদের FIR প্রসঙ্গে মুখ খুললেন উরফি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jan 04, 2023 | 1:59 PM

Viral News: উরফি জাভেদ এমন পরিস্থিতির শিকার বহুবার হয়েছে। যেখানে নয় তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, নয় ধর্ষণের।

Urfi Javed Controversy: আমায় আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে, রাজনৈতিকবিদের FIR প্রসঙ্গে মুখ খুললেন উরফি

Follow Us

উরফি জাভেদ প্রকাশ্যে বারে বারে এমন প্রসঙ্গে কথা বলেছেন, যা নিয়ে রীতিমত সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে উঠতে দেখা গিয়েছে। তবে এক রাজনৈতিকবিদদের তীব্র আক্রমণে যে তিনি এইভাবে প্রতিবাদ করবেন, তা হয়তো অনেকেই অনুমান করতে পারেননি। কারণ উরফি বরাবরই স্পষ্ট সন্তব্য করতে পিছপা হন না। তাঁর পোশাক ও ফ্যাশন নিয়ে বিভিন্ন মহলে চর্চা বর্তমান। কেউ প্রশংসা করেন, কেউ আবার কড়া ভাষায় সমালোচনা করেন। তবে কোথাও গিয়ে যেন উরফির এই ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে সমাজের বিভিন্ন স্তরে এই পর্যায় সমস্যা দেখা যাবে তিনি তা অনুমান করে উঠতে পারেননি বলেই স্পষ্ট জানান। বিজেপি এক নেতা তাঁর উদ্দেশে রীতিমত থানায় ডাইরি করে কড়া বার্তা দেন। যেখানে স্পষ্ট তিনি উল্লেখ করেছিলেন, উরফি নগ্নতাকে উষ্কে দিচ্ছে দিচ্ছে।

এই মর্মেই মুখ খুলে উরফি জানান- আমি জানি, এটা যথেষ্ট ভয়ানক, ঝুঁকিপূর্ণ রাজনৈতিকবিদদের বিরুদ্ধে গলা তোলা। কারণ এই বিষয়টা আমায় আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে। হয় আমি নিজেকে মেরে ফেলব, নয় আমি নিজের যা মনে হবে তাই বলব, যার জেরে ওরা আমায় মেরে ফেলবে। তাও বলছি, আমি এসব শুরু করিনি। আমি কারও কোনও ক্ষতি করিনি। কোনও কারণ ছাড়াই তাঁরা আমায় আক্রমণ করছেন।

উরফি জাভেদ এমন পরিস্থিতির শিকার বহুবার হয়েছে। যেখানে নয় তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, নয় ধর্ষণের। তবে কোথাও গিয়ে যেন উরফি নিজের জায়গায় নিজের মতামতে স্থির। কারণ একটাই, তিনি মনে করেন, তাঁর পোশাক ফ্যাশন তিনি কারও ওপর চাপিয়ে দিচ্ছেন না। কাউকে দেখতেও বাধ্য করছেন না। তবে কেন তাঁকে নিয়ে এই চর্চা! যদিও উরফির শত প্রতিবাদ সত্ত্বেও তাঁকে নিয়ে চর্চা বিন্দুমাত্র প্রশমিত হচ্ছে না।

Next Article