উরফি জাভেদ মানেই বিতর্ক। তাঁর পোশাক থেকে শুরু করে মন্তব্য সব নিয়েই আলোচনার শেষ নেই। এ বার ডেটিং নিয়ে এমন কিছু মন্তব্য করলেন উরফি, যা নিয়ে চারিদিকে হুলস্থূল। তাঁর দাবি, তিনি যে পরিমাণ ডেটে গিয়েছেন, সেই রকম অভিজ্ঞতা আর কারও নেই। উরফি আরও দাবি করেছেন, পুরুষ বাছার নেপথ্যে একটা সময় পয়সাই তাঁর কাছে প্রধান চাহিদা ছিল। তিনি জানান, যদি সেই ব্যক্তির কাছে অডি, বিএমডব্লিউয়ের মতো দামী গাড়ি থাকে তবে ডেটে যেতে এক পায়ে খাঁড়া ছিলেন তিনি। তাঁর কথায়, “আমার ওই একটিই শর্ত ছিল। যখনই ওই সব গাড়ি দেখতাম, আমার কাছে সুপারলাইক। আমি পাঁচতারায় যেতে চাইতাম। আমার মুখটি পাঁচতারাতে যাওয়ার মতোই। আমি ক্যাফেতে যেতে চাইতাম না। আমি সুন্দরী। কেন আমি ক্যাফেতে ২০টাকার কফি খাব? আমায় দামি খাবার দাও।” উরফির এই মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকের মতে তিনি যা বলেছেন তা পুরুষ জাতিকেই অসম্মান করা। অনেকেই তাঁকে তকমা দিয়েছেন ‘গোল্ড ডিগার’-এর।
যদিও তাতে উরফির বিশেষ কিছু এসে যায় না। তিনি এর আগেই জানিয়েছেন, তামাম দুনিয়া তাঁকে নিয়ে কী ভাবে, তা তিনি একেবারেই পাত্তা দিতে চান না। এমনকি তাঁর পোশাকে নিত্যনতুন পরীক্ষানিরীক্ষা নিয়েও যারা নেতিবাচক মন্তব্য করেন তাঁদেরও পাত্তা দিতে চান না উরফি। তাঁর বক্তব্য, “পয়সা আগে আমার কাছে আগে গুরুত্বপূর্ণ ছিল। এখন নয়। আমার নিজেরই এখন অনেক রয়েছে। আমি তোমায় বিয়ে করব না। তোমার মায়ের কাছেও আমাকে নিয়ে যেতে হবে না। তাই আমি যা চাই তাই পরব। আমি সত্যি জানি না আমার পোশাকের নিরিখে কেউ কী করে আমার বিচার করতে পারে। আমি শুধু আমার কাজ করছি।”