Tejasswi Prakash: সত্যি কি তেজস্বী চান করণকে বিয়ে করতে! বরুণের প্রশ্নে এবার বিপাকে করণ

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 16, 2022 | 10:29 AM

Viral Video: তেজস্বী ও করণের জুটির চাহিদা এখন টেলিদুনিয়ায় তুঙ্গে। নয়া নাগিনের প্রেমকাহিনি রাতারাতি ভাইরাল হয়ে উঠেছিল নেট দুনিয়ার পাতায়।

Tejasswi Prakash: সত্যি কি তেজস্বী চান করণকে বিয়ে করতে! বরুণের প্রশ্নে এবার বিপাকে করণ
করণ ও তেজস্বী।

Follow Us

তেজস্বী ও করণের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ নিয়ে খুব একটা প্রশ্ন আর ভক্তমনে নেই। কারণ প্রকাশ্যেই তেজস্বীকে সকলে ‘ভাবি’ বা ‘বৌদি’ বলে ডেকে থাকেন। তেজস্বীরও তা নিয়ে খুব একটা আপত্তি নেই। প্রাক্তন প্রেমিকাকে ভুলে এখন করণ মজেছেন তেজস্বীর প্রেমে। বিগ বসের ঘর থেকে শুরু হয় রোম্যান্স। ধীরে ধীরে সম্পর্কের জল গড়াতে থাকে। কিছু দিনের মধ্যেই প্রকাশ্যে তাঁরা নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নেয়। ভক্তরা এই জুটিকে ভালবেসে ‘তেজরান’ বলেই ডাকে। তবে এই জুটি কি সত্যি বিয়ের পিঁড়িতে বসতে চলেছে! ভাগ্যে যাই থাকুক না কেন, তাঁদের মনের ইচ্ছে এবার সপাট জানতে চাইলেন বরুণ ধাওয়ান।

সম্প্রতি কিয়ারা ও বরুণ যুগ যুগ জিও ছবির প্রচারে ব্যস্ত। আর সেই কারণেই ডান্স রিয়ালিটি শো ডান্স দিওয়ানে জুনিয়ারের মঞ্চে বরুণ-কিয়ারা হয়েছিলেন উপস্থিত। সেখানেই বরুণ সকলের সামনেই প্রশ্ন করে বসেন, যে সত্যি কি তেজস্বী বিয়ে করছেন করণকে! এখানেই শেষ নয়। প্রশ্ন করার সময় বরুণ তাঁকে ‘ভাবি’ বলেই ডাকেন। খুশি মনে সকলের সামনেই উত্তর দিয়ে বসেন তেজস্বী, ‘এবার তো দেখছি করতেই হবে। তবে তিনি তো রাজি, তাঁর আর্জি কেউ করণকেও তো জিজ্ঞেস করুক!’

এতেই বিপাকে পড়েন করণ। মুখে লাজ, ঠোঁটে হাসি। তেজস্বী ও করণের জুটির চাহিদা এখন টেলিদুনিয়ায় তুঙ্গে। নয়া নাগিনের প্রেমকাহিনি রাতারাতি ভাইরাল হয়ে উঠেছিল নেট দুনিয়ার পাতায়। কখনও সেটে বাইকে করে রোম্যান্স, কখনও আবার পেটপুজো। তেজরানের নানা কাণ্ড-কীর্তি সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হতে খুব একটা সময় লাগে না। তেজরান সর্বদাই সকলের মন জয় করতে এক গাল হাসি নিয়েই থাকতে পছন্দ করেন। তবে কবে বাজবে বিয়ের সানাই, সেই প্রশ্নই এখন ভক্তদের মনে। আর একই জল্পনাতেই ঘি ঢেলে এবার প্রসঙ্গ উষ্কে দিলেন খোদ বরুণ ধাওয়ান। যে ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল নেট দুনিয়ার পাতায়।

Next Article