কপিল শর্মা শো এক কথায় সকলের ভীষণ প্রিয়। নানা সেলেবদের নিয়ে মজায় মজার কাহিনি তুলে ধরেন তিনি তাঁর এই আড্ডার আসরে। তাই হাস্যকৌতুকের প্রসঙ্গ উঠলেই সেলেব মহলে যে নামগুলি সবার আগে উঠে আসে তার মধ্যে অন্যতম হলেন কপিল শর্মা। মাঝে মধ্যেই তিনি নানা স্টেজ শো করে থাকেন। তাঁর সেই শো -দেখতে বহু দর্শকেরা মুখিয়ে থাকেন, টিকিটও কাটে মোটা অঙ্কের টাকা দিয়ে। সম্প্রতি এমনই এক স্টেজ শো করতে গিয়ে নিজের স্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন কপিল শর্মা।
মানুষকে আনন্দ দেওয়াই তাঁর কাজ। তবে মাঝে মধ্যেই হাস্যরসের খোঁজে অনেক কমিকস্টারই এমন কিছু প্রসঙ্গ টেনে ফেল যা ঘিরে বিতর্ক তুঙ্গে ওঠে। সম্প্রতি অস্কারের মঞ্চ যার মধ্যে অন্যতম উদাহরণ। কপিল শর্মাও ঠিক তেমনই এক ভুল করে বসলেন। ভরা সভায় সকলের সঙ্গে সেলফি মোডে ভিডিয়ো করে কী বললেন তিনি! নিজের স্ত্রীর উদ্দেশ্যে তিনি জানালেন, দেখ সকলে আমার কথা শোনে, কেবল তুমিই আমার কথা শোন না, অথচ এত শ্রোতারা রীতিমত টাকা খরচ করে আমার কথা শুনতেই এসেছেন।
এই মন্তব্যের পর কোনও রকমের প্রতিবাদ করেননি কপিল শর্মার স্ত্রী। তবে নিজে থেকেই কপিল শর্মা একটি পোস্ট করে সেখানে দুঃখিত লেখেন। স্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করাতে তিনি দুঃখিত। যদিও তাঁর এই পোস্টে কমেন্ট বক্স ভরে উঠল নানা মন্তব্যে। কেউ কপিলের স্ত্রীর পক্ষ নিয়ে বললেন নিশ্চই শুনবে কেন শুনবে না। কেউ আবার মন্তব্য করে বসলেন, আপনার স্ত্রী, আপনার কথা না শোনার অধিকার আছে ওনার। যদিও কপিল এই প্রসঙ্গ তেমন টেনে না নিয়ে গিয়ে শুধু দুঃখিত বলেই প্রসঙ্গে ইতি টানলেন।