আজ, অর্থাৎ সোমবার, ২৯ অগস্ট থেকে শুরু হতে চলেছে জি বাংলার নতুন ধারাবাহিক জগদ্ধাত্রী। এতদিন এই ধারাবাহিকের বেশ কিছু প্রোমো দেখার পর দর্শকদের কাছে বিষয়বস্তু বেশকিছুটা স্পষ্ট হয়ে গিয়েছে। বাড়ির নরম মনের সরল মেয়ে জগদ্ধাত্রী, সকলেই তাকে শান্ত ও ভীতু বলেই জানে। কিন্তু বাস্তবে তার রূপ অনেকেরই অজানা। সে হল স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের অফিসার জ্যাজ়। হাতে বন্দুক নিয়ে দুষ্টের দমনে সে সিদ্ধ হস্ত। আর তার এই সফরে সঙ্গী হল স্বয়ম্ভূ। স্বয়ম্ভূর নজরে জগদ্ধাত্রী বিশেষ বন্ধুর থেকেও বেশকিছুটা এগিয়ে, কিন্তু জগদ্ধাত্রী এই বিষয় কিছুই ভাবতে রাজি নন, পরবর্তীতে গল্পের গতি ঠিক কোন পথে এগোয়, তাই এখন দেখার।
জগধাত্রী ধারাবাহিকের হাত ধরেই ড্রইংরুমে এবার নতুন মুখ, অঙ্কিতা মল্লিক। তাঁর কথায়, ”জগদ্ধাত্রী লুকে, জগদ্ধাত্রীর শুটিং সেটে আমি রয়েছি এখন। আজ ফ্লোরে হই হই করে চলছে কাজ। এনার্জিটাই অন্যরকম, পরিচালক থাকলে ঠিক যেমনটা হয়। অ্যাকশন সিক্যুয়েন্স হচ্ছে, নাচ-গানের শুট হচ্ছে, সব মিলিয়ে একটা ফাটাফাটি গল্প আসতে চলেছে, আমরা খুব পরিশ্রম করে, মজা করে, ভালবেসে কাজটা করছি”।
কেবল জগদ্ধাত্রীই নয়, পর্দায় তার বন্ধু অর্থাৎ সৌমদীপও এদিন সেটে ব্যস্ত। তিনি জানান, ”জগদ্ধাত্রী ধারাবাহিকে আমার চরিত্রের নাম স্বয়ম্ভূ। স্বয়ম্ভূ একজন স্মার্ট স্পোর্টি, স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের এক অফিসার। ফলে বুঝতেই পারছেন যে সেটে প্রচুর ধামাকা থাকবে। তবে স্বয়ংভুর সঙ্গে জ্যাজ়ও আচ্ছে। অর্থাৎ জগদ্ধাত্রী। একদম অন্যস্বাদের একটি ধারাবাহিক, ধামাকাদার, একদম অন্যরকমের গল্প। খুব ভাল লাগছে আমার কাজটা করে। দর্শকেরও আশা করি ভাল লাগবে”।
উমার শেষ হয়েছে, সেই স্লটেই শুরু হচ্ছে এই ধারাবাহিক। এখন জগদ্ধাত্রী কতদিন পারবে নিজের আসল পরিচয় লুকিয়ে সকলের মাঝে থেকে এই কাজ করে যাওয়া, সেটাই দেখার। পর্দায় দুই চরিত্রের মধ্যে ব্যালান্সই-বা কীভাবে ধরে রাখতে পারবেন তিনি! সব উত্তর মিলবে এবার থেকে ঠিক সন্ধে সাতটায়, জি বাংলার পর্দায়।