AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইন্ডাস্ট্রিতে বন্ধুত্বের সমীকরণ বদলাতে থাকে, যশ দাশগুপ্ত কী বলতে চাইছেন?

'আড়ি' ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজকের দায়িত্বে রয়েছেন  যশ- নুসরত জুটি। প্রযোজক হিসেবে হল পেতে সমস্যা হচ্ছেনা

ইন্ডাস্ট্রিতে বন্ধুত্বের সমীকরণ বদলাতে থাকে, যশ দাশগুপ্ত কী বলতে চাইছেন?
| Updated on: Apr 30, 2025 | 3:26 PM
Share

বাংলা ছবি ‘আড়ি ‘ এখন প্রেক্ষাগৃহে চলছে। এই ছবি মূলত মা, ছেলের গল্প। ছবিতে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে কিংবদন্তি অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়কে। এছাড়াও রয়েছেন, যশ দাশগুপ্ত, নুসরত জাহান। ‘আড়ি’র প্রচারে Tv9 বাংলার সঙ্গে কথা প্রসঙ্গে উঠে এল নানা প্রশ্ন, ছবির নাম ‘আড়ি’, ইন্ডাস্ট্রির মধ্যে কাদের সঙ্গে আড়ি আর কাদের সঙ্গে ভাব রয়েছে? এই প্রশ্নের উত্তরে নুসরত জাহান বলেছে, “সকলেই তো বন্ধুবান্ধব।” তবে যশ দাশগুপ্ত বলেন , “আসলে এই আড়ি ভাব চলতেই থাকে, ইন্ডাস্ট্রির মধ্যে এই পরিস্থিতি সব সময় বদলাতে থাকে, কেউ সারাজীবন বন্ধু নাও থাকতে পারে, আবার কোন আড়ি সারাজীবন থাকবে এমনটাও বলা যায়না। আসলে ছোট্ট একটা ইন্ডাস্ট্রির মধ্যে সম্পর্ক বদলাতে বদলাতে যায়। ”

এই প্রসঙ্গেই তিনি আরও যোগ করেন, ” আসলে এই আড়িভাব শুধুই কি ফিল্ম ইন্ডাস্ট্রির গল্প! মনে হয়না, যেকোন ইন্ডাস্ট্রিতে এই রকম হয়। সম্পর্কে বদল হতে থাকে কর্পোরেট কালচারের অফিস হোক বা সাংবাদিকদের মধ্যে এই আড়ি আর ভাব বদলায়না?”

‘আড়ি’ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজকের দায়িত্বে রয়েছেন  যশ- নুসরত জুটি। প্রযোজক হিসেবে হল পেতে সমস্যা হচ্ছেনা? প্রশ্নের উত্তরে, যশ বললেন, ” নতুন কোন ব্যাবসা হলে সমস্যাতো থাকবেই, আমাদের সামনেও থাকছে, যারা আজ বড় হয়ে সমস্যার রূপ ,হিসেবে রয়েছেন, তাদেরও একটা সময়ে সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এটাই স্বাভাবিক। সেই ভাবেই প্ল্যান করছি।”