AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Exclusive: ‘প্রোপাগান্ডা’ ছবির জন্যই কি সেরা পরিচালকের জাতীয় পুরস্কার? মুখ খুললেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক সুদীপ্ত সেন

২০২৩ সালে যে ছবি নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল, যে ছবি বহু রাজ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, সেই ছবি জাতীয় স্তরে স্বীকৃতি পাওয়ায় স্বভাবতই খুশি পরিচালক সুদীপ্ত।

Exclusive: 'প্রোপাগান্ডা' ছবির জন্যই কি সেরা পরিচালকের জাতীয় পুরস্কার? মুখ খুললেন 'দ্য কেরালা স্টোরি'র পরিচালক সুদীপ্ত সেন
| Updated on: Aug 02, 2025 | 12:43 AM
Share

জাতীয় পুরস্কারে সেরা পরিচালকের পুরস্কার ছিনিয়ে নিলেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক সুদীপ্ত সেন। ২০২৩ সালে যে ছবি নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল, যে ছবি বহু রাজ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, সেই ছবি জাতীয় স্তরে স্বীকৃতি পাওয়ায় স্বভাবতই খুশি পরিচালক সুদীপ্ত। Tv9 বাংলা ডিজিটালকে সুদীপ্ত জানান, ”জাতীয় স্তরের এই স্বীকৃতি, সব সমালোচনার মোক্ষম জবাব।”

সুদীপ্ত আরও বলেন, ”২০২৩ সালে যখন ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তি পেয়েছিল, একটু টেনশন তো ছিলই। প্রচুর সমালোচনা হয়েছে এই ছবিকে নিয়ে। প্রচুর নেগেটিভ মন্তব্যও শুনেছি। তারপর যখন ধীরে ধীরে সিনেমটা সবাই দেখল, বক্স অফিসের হিসেবে প্রায় ৫ কোটি মানুষ ছবিটা দেখেছে। তারপর ওটিটিতে মুক্তি পাওয়ার পর প্রায় ২৫ কোটি লোক দেখেছে। তখন বুঝতে পারলাম, ছবিটা সত্যিই ভাল লেগেছে সবার। নাহলে এত দর্শক কেন দেখবে!”

সুদীপ্তর কথায়, ”যাঁরা প্রথমে এই ছবিকে প্রথমে সমালোচনা করছিল, তাঁরা ছবিটি দেখে বুঝতে পারল, এই ছবির গল্পের সঙ্গে ইসলামোফোবিয়ার কোনও সম্পর্ক নেই। এটা আইএসআইএসের একটা টেরর মডেল, যা ইউরোপ, আমেরিকাতে দারুণ সক্রিয় ছিল। পরে ভারতেও তা সক্রিয় হয়ে ওঠে। সেই গল্পই দ্য কেরালা স্টোরিতে তুলে ধরেছিলাম। দশ-বারো বছরের রিসার্চের পরেই ছবিটা তৈরি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই জাতীয় পুরস্কার এই সব সমালোচনার মোক্ষম জবাব। জাতীয় পুরস্কার একটা খুব বড় জাতীয় স্বীকৃতি দ্য কেরালা স্টোরির জন্য।”

‘দ্য কেরালা স্টোরি’ জাতীয় পুরস্কার পাওয়ার পর অনেকেই মনে করছেন, ‘প্রোপাগান্ডা’ ছবি তৈরির জন্যই তাঁকে সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে। এর উত্তরে টিভি৯ বাংলা ডিজিটালকে সুদীপ্ত স্পষ্ট বলেন, ”এই ধরনের কথা আমি আগেও শুনেছি। এখনও শুনছি। তাই আলাদা করে কোনও মন্তব্য করতে চাই না। শুধু এইটুকুই বলব, যাঁরা এখনও আমার ছবিকে প্রোপাগান্ডা ছবি বলে দাবি করেন, তাঁরা এখনও ছবিটা দেখেননি। তাঁদের কাছে অনুরোধ ছবিটা দয়া করে দেখুন। আর শুধু আমি নই, দ্য কেরালা স্টোরির সিনেম্যাটোগ্রাফারও সেরার পুরস্কার পেয়েছেন। তিনি এবং তাঁর আর্ট তো কোনও রাজনীতির সঙ্গে যুক্ত নয়! তাঁর অসাধারণ কাজের জন্যই তো পুরস্কার পেয়েছেন। এরপরেও কেউ বলবে এটা প্রোপাগান্ডা ছবি!”