TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Jul 02, 2021 | 9:17 AM
কথায় বলে খ্যাতির বিড়ম্বনা। একটা ভুল পদক্ষেপ, রাতারাতি লাইমলাইটে। বহু সেলেবদের সঙ্গেই এমনটা হয়েছে কখনও সখনও। দেখে নেওয়া যাক এমন ৫ দক্ষিণী অভিনেতা-অভিনেত্রীদের, উন্নতির চরম শিখরে পৌঁছেও কাজের জন্য নয়, বরং 'ভুল' কারণে হেডলাইন হয়েছেন তাঁরা, হয়েছে বিতর্ক...।
আল্লু অর্জুন- টিনেজারদের ক্রাশ তিনি। অথচ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছিল তাঁর উপর। এক পুলিশ অফিসারের সঙ্গেও বাকবিতন্ডায় জড়ানোর প্রমাণ ছিল তাঁর বিরুদ্ধে।
রাম চরণ- দুই পথচারীর উপর মারধরের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। রাম অবশ্য দাবি করেছিলেন, ভিডিয়োটি বিকৃত করা হয়েছে। দাবি করেছিলেন ওই দুই পথচারী নাকি তাঁর কাছে ক্ষমাও চেয়েছেন।
কাজল আগরওয়াল- শুধু দক্ষিণী ছবিই নয়, অক্ষয় কুমারের বিপরীতেও অভিনয় করতে দেখা গিয়েছে কাজলকে। এক ম্যাগাজিনে তাঁর টপলেস কভার ছবি ছাপার পরেই বিতর্কের সম্মুখীন হতে হয় কাজলকে। কাজল দাবি করেছিলেন ছবিটি বিকৃত করা হয়েছে। যদিও ওই ম্যাগাজিনের সংস্থার দাবি ছিল, ছবিটি সত্য। কাজল শুট করেছিলেন আর সেই কারণেই ছবিটি প্রকাশ পেয়েছে।
নাগার্জুন- দক্ষিণী অভিনেতা নাগার্জুনকে চেনেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। অথচ এক সাংবাদিককে নিগ্রহ করার অভিযোগে বেজায় বিপাকে পরতে হয়েছিল তাঁকে। ঘটনাটি ২০১১ সালের। ওই সাংবাদিক ভারতীয় দন্ডবিধির ৫০৬ এবং ৫০৯ ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিলেন।
সিদ্ধার্থ- রঙ দে বাসন্তী ছবির মাধ্যমে লাইমলাইটে এসেছিলেন যে সিদ্ধার্থ তিনিই আবার ছবি নিয়েই মন্তব্য করেই জড়িয়েছিলেন বিতর্কে। সিদ্ধার্থের তেলুগু ছবি বক্স অফিসে হিট না হওয়ায় তিনি বলেছিলেন তেলুগু ছবির দর্শক মশলা ছবি দেখতেই অভ্যস্ত। এই মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে।