শুধু সিনেমাতেই নয়, বাস্তব জীবনেও প্লেন চালানো শিখেছেন এই ৬ তারকা
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Aug 30, 2021 | 9:57 AM
রিল লাইফেই নয়, রিয়েল লাইফেও রয়েছেন এমন অভিনেতা-অভিনেত্রী যারা অনায়াস দক্ষতায় উড়িয়ে দিতে পারেন প্লেন। রীতিমতো প্রশিক্ষণ নিয়েছেন তাঁরা এ ব্যাপারে। তবে সবার কাছেই যে লাইসেন্স আছে এমনটা নয়। কেউ কেউ স্রেফ শুটিং করার ফাকেই নিজের ইচ্ছেতেই শিখেছেন প্লেন ওড়ানো।
1 / 7
সিনেমার পর্দায় তাঁরা প্লেন চালিয়েছেন বহুবার। কখনও বা আবার ছবির প্রয়োজনে যুদ্ধ বিমান চালাতেও দেখা গিয়েছে তাঁকে। অভিনেতা হওয়ার কম ঝক্কি! তবে শুধু রিল লাইফেই নয়, রিয়েল লাইফেও রয়েছেন এমন অভিনেতা-অভিনেত্রী যারা অনায়াস দক্ষতায় উড়িয়ে দিতে পারেন প্লেন। রীতিমতো প্রশিক্ষণ নিয়েছেন তাঁরা এ ব্যাপারে।
2 / 7
চান্দা মামা দূর বলে এক ছবির স্বার্থে প্লেন চালানো শিখেছিলেন সুশান্ত। যদিও সেই ছবি মুক্তি পায়নি। সুশান্ত পরোয়া হলে তাঁর প্লেন চালানোর এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল।
3 / 7
ছোট থেকেই ইচ্ছে ছিল তিনি পাইলট হবেন, হয়েওছেন। তাঁর কাছে পাইলটের লাইসেন্সও রয়েছে। কথা হচ্ছে অভিনেতা গুল পানাগের।
4 / 7
কৃষ ৩ ছবির কারণে বিমান চালানো শিখেছিলেন বিবেক ওবেরয়।
5 / 7
ভারতীয় সেনা বাহিনীতে যোগদান করতে চেয়েছিলেন অমিতাভ। সেই কারণেই পাইলট হওয়ার প্রশিক্ষণ ও নিয়েছিলেন তিনি। তিনি অর্থাৎ অমিতাভ বচ্চন। বিমানের জরুরি অবতরণ ঘটাতেও তিনি পারেন।
6 / 7
রীতিমতো প্রশিক্ষণ প্রাপ্ত 'পাইলট' শাহিদ কাপুর। তাঁর ছবি মউসমের জন্য এই শিক্ষা নিয়েছিলেন তিনি।
7 / 7
সি-প্লেন ওড়াতে পারেন আসিন। ইটালিতে স্রেফ ছুটি কাটাতে গিয়েই এই কাজটি শিখে ফেলেছিলেন তিনি। সেই অভিজ্ঞতা শেয়ারও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।