‘আমি একদম রণবীরের মতো’, কোন অভিনেতা বললেন এমন কথা?

Sneha Sengupta |

Jan 18, 2024 | 6:01 PM

Ranbir Kapoor: রণবীরের কিছু গুণকে নিজের মতো মনে হয়েছে বিবেক ওবেরয়ের। তিনি বলেছেন, "রণবীর অনেকটা আমার মতো। আমিও এরকমভাবেই মানুষের কাছে এগিয়ে যাই। আমন্ত্রণ জানান হলে নিজেই তাঁদের আপ্যায়ন করি। আমারও মাটিতে বসে পড়তে অসুবিধা হয় না।"

আমি একদম রণবীরের মতো, কোন অভিনেতা বললেন এমন কথা?
রণবীর কাপুর।

Follow Us

সম্প্রতি ‘অ্যানিম্যাল’ ছবির সাকসেস পার্টিতে উপস্থিত ছিল গোটা বলিউড। কাপুর পরিবার, ভাট পরিবার তো বটেই, ছবির সঙ্গে জড়িত সকল কলাকুশলী এবং তাঁদের পরিবারই সেখানে গিয়েছিলেন। সে এক বিরাট ব্যাপার! যে সকল তারকা ছবির সঙ্গে যুক্ত নয়, তাঁদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল ‘অ্যানিম্যাল’-এর সাকসেস পার্টিতে। সেখানে গিয়েই তাক লেগে যায় অভিনেতা বিবেক ওবেরয়ের। নিজের মতো একজনকে খুঁজে পেয়েছেন তিনি। এবং তাঁকে নিয়ে প্রশংসা করেছেন এই অভিনেতা।

যাঁকে নিয়ে বিবেকের এত ভাল লাগা তিনি আর কেউ নন, ‘অ্যানিম্যাল’ ছবির মুখ্য অভিনেতা রণবীর কাপুর। সাকসেস পার্টিতে আসা আমন্ত্রিতদের নিজে গিয়ে আপ্যায়ন করেছেন রণবীর। মাটিতে বসেই ছবি তুলেছেন তিনি। এগিয়ে গিয়ে বাহবা জানিয়েছেন সকলকে।

এবং তাঁর এই গুণগুলিকে খুব নিজের মতো মনে হয়েছে বিবেক ওবেরয়ের। তিনি বলেছেন, “রণবীর অনেকটা আমার মতো। আমিও এরকমভাবেই মানুষের কাছে এগিয়ে যাই। আমন্ত্রণ জানান হলে নিজেই তাঁদের আপ্যায়ন করি। আমারও মাটিতে বসে পড়তে অসুবিধা হয় না।”

‘অ্যানিম্যাল’ মুক্তি পায় পুরনো বছরের ১ ডিসেম্বর। ছবিতে প্রচণ্ড মারামারি করেছেন রণবীর। সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবি মুক্তির পরপরই ব্যবসা করতে শুরু করে। দেশে-বিদেশে প্রচুর দর্শক ছবি দেখেছেন এবং মিশ্র প্রতিক্রিয়া ছুড়ে দিয়েছেন। ছবিতে নির্বাক খলনায়ক হিসেবে বলিউডে নিজের জায়গা শক্ত করেছেন ববি দেওল। ছবির দ্বিতীয় অভিনেত্রী তৃপ্তি দিমরিও সুনাম কুড়িয়েছেন। এই ছবি অনেকের ভবিষ্যৎ পাল্টে দিয়েছে।

Next Article