AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেন কাঞ্চনের প্রতি বারবার আকৃষ্ট হন মহিলারা, জানালেন তাঁর দ্বিতীয় স্ত্রী পিঙ্কি

EXCLUSIVE Kachan on Women: একবার নয়, দু'বার নয়, বারবার প্রেমের সম্পর্কে নাকি জড়িয়েছেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। নয়-নয় করে তিনটে বিয়ে সেরে ফেললেন ৫৩ বছরের অভিনেতা। কিন্তু কেন তাঁর প্রেমে বারবার পড়েন মহিলারা। TV9 বাংলাকে একান্তভাবে জানিয়েছেন তাঁর স্ত্রী পিঙ্কি...

কেন কাঞ্চনের প্রতি বারবার আকৃষ্ট হন মহিলারা, জানালেন তাঁর দ্বিতীয় স্ত্রী পিঙ্কি
কাঞ্চন এবং তাঁর তিন স্ত্রী।
| Updated on: Feb 28, 2024 | 5:47 PM
Share

একজন পুরুষ, তিনজন নারী। তিনজনই কোনও না কোনও সময় বিয়ের বন্ধনে আবদ্ধ হন সেই পুরুষটির সঙ্গে। এই পুরুষকে নিয়ে আলোচনা এখন সর্বত্র। তিনি সদ্য তিন নম্বর বিয়েটা করেছেন। নিজের থেকে ২৬ বছরের ছোট এক অভিনেত্রীকে রেজিস্ট্রি বিয়ে করেছেন। ৫৩ বছরের সেই পুরুষের নাম কাঞ্চন মল্লিক। আপামর বাঙালি তাঁর অভিনয়ের অনুগামী। তিনি আবার উত্তরপাড়ার তৃণমূল বিধায়কও। প্রথম বিয়ে করেছিলেন দেড় দশক আগে। অল্প বয়সি ভক্ত অনিন্দিতা দাসকে বিয়ে করেছিলেন তিনি। তাঁকে ডিভোর্স করার পর জীবনে আসে অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। তাঁকে বিয়ে করেন ২০১১ সালে। ২০২৪ সালের ১০ জানুয়ারি আইনিভাবে বিবাহবিচ্ছেদ ঘটে কাঞ্চন-পিঙ্কির। ছাড়াছাড়ির কারণ, পিঙ্কি দাবী করেছেন, পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছিলেন কাঞ্চন। হাঁটুর বয়সি অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ সেই চর্চিত প্রেমিকা। তাঁর সঙ্গে সেই লকডাউনের সময় থেকে ঘনিষ্ঠতা বাড়ে কাঞ্চনের। পিঙ্কির দাবী, তিনি ধরে ফেলেন সবটাই। তারপর ছেলে ওশের (কাঞ্চন-পিঙ্কির সন্তান) হাত ধরে বেরিয়ে যান কাঞ্চনের সংসার ছেড়ে। এই কাঞ্চনের প্রেমে বারবার কেন পড়েন মহিলারা, জানতে ইচ্ছা করতেই পারে। TV9 বাংলাকে জানিয়েছেন পিঙ্কি স্বয়ং।

রোগাপাতলা চেহারা, পুরুষালি ব্যাপারটা নেই বললেই চলে। অনেকে বলে কাঞ্চনের নাকি কুলোর মতো কান। কিন্তু আছে বুদ্ধিদীপ্ত দুটি চোখ। এই চেহারা নিয়েই সুঠাম চেহারার হ্যান্ডসমদের বারবার দশ গোল দিতে পারেন কাঞ্চন। ঠিক কী দেখে মেয়েরা আকৃষ্ট হয় কাঞ্চনের দিকে?

TV9 বাংলাকে পিঙ্কি বলেছেন, “‘সংসার সুখের হয় রমণীর গুণে’ সিরিয়ালে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করতে গিয়ে একে-অপরকে মন দিয়ে ফেলেছিলেন কাঞ্চন-পিঙ্কি। সেই সময় অনিন্দিতার সঙ্গে সদ্য ডিভোর্সটা হয় কাঞ্চনের। লাঞ্চ টাইমে দেখতাম লোকটা সিগারেট ছাড়া কিছুই খায় না। খুব ধমক দিয়েছিলাম আমি। বলেছিলাম, এটা আপনি কি করছেন। খাবার না খেয়ে ছাইপাস খাচ্ছেন। আমার এই বিষয়টাই কাঞ্চনের ভাল লেগেছিল হয়তো। আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল পরে। আসলে লোকটার ফেসভ্যালু খুব। খুব সুন্দর ভাবে কথা বলে মন ছুঁতে পারেন তিনি। আমার মনটাও ছুঁয়েছিলেন। এভাবেই হয়তো মেয়েদের মন জিতে নিতে পারেন তিনি।”

শ্রীময়ী চট্টোরাজকে তিন নম্বর বিয়েটা করে কাঞ্চন একটি ফেসবুক পোস্ট করেছেন। সেই ক্যাপশনে লেখা, “খুব ভালোবাসি তোকে, এভাবেই ভালবাসা দিয়ে চিরটাকাল আগলে রাখিস আমায়।” তাতে জনগণের কমেন্ট এসেছে, “আপনি তো আবার ছেড়ে দেবেন, এই নিয়ে তিন নম্বর। সবাই আপনাকে আগলে রাখে, আর আপনি ছেড়ে দেবেন। পারলে আপনিও এবার আগলে রাখুন।”